শীঘ্রই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে, সংসদে প্রবাসী কল্যান মন্ত্রী।

শীঘ্রই কর্মী পাঠানো শুরু হবে, সংসদে মন্ত্রী 

গতকাল মঙ্গলবার, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে গতকাল প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
সর'কারি দলের বেনজীর আহমেদের প্র'শ্নের জবাবে শ্রমকল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, শীঘ্রই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো যাবে। মালয়ে'শিয়ার শ্রম বাজার চালু করার জন্য

এই মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর তিনবার তিনি মালয়ে'শিয়ার মন্ত্রী পর্যায়ের বৈ'ঠক করে'ছেন। সবশেষ গেল বছরের ৫ থেকে ৮ নভেম্বর এ মন্ত্রণালয়ের সচিবসহ একটি প্রতিনিধিদল মালয়েশিয়ায় দ্বি'পাক্ষিক সভা করেছি। বৈঠকে ন্যুনতম অভি'বাসন ব্যয়ে কর্মী প্রেরণ, উভয় দেশের রিক্রুটিং এজে'ন্সির সম্পৃক্তদের পরিধি, মেডি'কেল পরীক্ষা এবং কর্মীর সামাজিক ও আর্থিক সুরক্ষা এবং ডাটা শেয়ারিং বিষয়ে ফল'প্রসু আলোচনা হয়েছে। তাই শীঘ্রই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায়

কর্মী পাঠানো শুরু হওয়ার আ'শা প্রকাশ করছি। তিনি জানান, মালয়েবশিয়া সরকারের নীতিগত সিদ্ধান্তের কারণে বাংলাদেশ কর্মী নেয়া সাময়িকভাবে বন্ধ রয়েছে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সকল প্রচেষ্টা অব্যহত রয়েছে।
বি'এন'পির গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শ্রমিক পাঠানো অব্যা'হত রয়েছে। এক বছরের ব্যবধানে শ্রমিক পাঠানোর পরি'মাণ বৃদ্ধিও পেয়েছে। সৌদি আরবে ৩ লাখ ৯৯ হাজার শ্রমিক গেছে।  এছাড়াও কাতারে ৫০ হাজার ২৯২ জন, কুয়েতে ১২ হাজার ২৯৯ জন, ওমানে ৭২ হাজার ৬৫৪ জন, সংযুক্ত আরব আমিরাতে ৩ হাজার ৩১৮ জন ও বাহ'রাইনে ১৩৩ জন শ্রমিক গেছেন।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.