মালয়েশিয়ার প্রবাসী ভাইয়েরা সাবধান!

কিছু দালাল চক্র মালয়েশিয়ার অবৈধ প্রবাসী ভাইদেরকে বিভিন্ন কার্ড বানিয়ে দেয়ার নাম করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার রিংগিত।

কিছু দালাল চক্র মালয়েশিয়ার অবৈধ প্রবাসী ভাইদেরকে বিভিন্ন কার্ড বানিয়ে দেয়ার নাম করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার রিংগিত।
Malaysia Humanitarian organisation card

অসহায় প্রবাসী ভাইয়েরা কোন যাচাই বাছাই না করেই তাদের কথা বিশ্বাস করে এই ফাঁদে পা দিচ্ছে, কারণ তাদের ভাষ্যমতে এই কার্ড দিয়ে নাকি মালয়েশিয়া অবাধে চলাফেরা করা যায়, পুলিশ অথবা ইমিগ্রেশন থেকে বাঁচা যায়৷

এই কার্ড দেখালে যদি পুলিশ ছেড়ে দিত তাহলে কোন পাগলে হাজার হাজার রিংগিত খরচ করে কেউ ভিসা করত?

ইমিগ্রেশন বেশ কয়েকবার বলেছে এই সব NGO কার্ড অথবা বিভিন্ন সংস্থার নামের কার্ডগুল দেখিয়ে ইমিগ্রেশন পুলিশ থেকে বাচা যাবে না।

তবু কিছু প্রবাসী ১০০০ থেকে ৩০০০ হাজার রিংগিত পযর্ন্ত খরচ করে এই সব কার্ড নিচ্ছে পুলিশের হাত থেকে বাচার জন্য।

ইতিমধ্যেই মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এই ধরনের অসাধু চক্রের বেশ কয়েকজনকে আটক করতে সক্ষম হয়েছে। যদিও এইসব চক্র সবসময়ই বিভিন্নভাবে প্রতারণার ফাঁদে ফেলছে অসহায় শ্রমিকদেরকে।


বাংলাদেশ হাইকমিশন থেকেও এইসব ফাঁদে পা না দেয়ার জন্য বলা হয়েছে বেশ কয়েকবার।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.