প্রবাসী কর্মীরা মালয়েশিয়াতে ধনী হয়ে উঠছে, প্রধানমন্ত্রী ডক্টর তুন মাহাথির

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর তুন মাহাথির মালয়েশিয়ানদের এমন কিছু নির্দিষ্ট কাজ দিয়েছিলেন যা পরিচালনা করা হবে অত্যন্ত সহজভাবে কিন্তু তা সত্বেও পরবর্তীতে অভিবাসী শ্রমিকদের কাজগুলো সম্পন্ন করার জন্য দেয়া হয়৷
Malaysia Prime Minister Tun Dr Mahathir Muhammad

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর তুন মাহাথির মালয়েশিয়ানদের এমন কিছু নির্দিষ্ট কাজ দিয়েছিলেন যা পরিচালনা করা হবে অত্যন্ত সহজভাবে কিন্তু তা সত্বেও পরবর্তীতে অভিবাসী শ্রমিকদের কাজগুলো সম্পন্ন করার জন্য দেয়া হয়৷

ডক্টর তুন মাহাথির বলেছেন,  মালয়েশিয়া তে অভিবাসী কর্মীরা যদি চাকরির সুযোগ সুবিধা পায় তাহলে তারা লুফে নিবে এবং তারা ভবিষ্যতে সফল ও ধনী হয়ে উঠবে কিন্তু মালয়েশিয়ার স্থানীয় জনগণ কঠিন ও অভাবের মধ্যে জীবন যাপন করবে।

মালয়েশিয়ান সরকার অভিবাসী কর্মিদের উপস্থিতি সম্পর্কে অত্যন্ত সচেতন। মালয়েশিয়ান সরকার সবসময় স্থানীয় জনগণকেই চাকুরির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়।
শুধুমাত্র যে কাজগুলো নোংরা, ঝুকিপুর্ন ও কঠিন যা স্থানীয়দের কাছে জনপ্রিয় নয় সেগুলো বিদেশি শ্রমিকদের দ্বারাই করানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ডক্টর তুন মাহাথির।

গতকাল বুধবার পুত্রাজায়ার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত সরকারি, এজেন্সি ও বেসরকারি খাতের মোট ৫০০০ কর্মীদের নিয়ে "সৎ কর্মী এবং জাতীয় আকাঙ্খা" থিমের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন ২০১৮ সালের ১লা মে পাকাতান হারাপান( তুন মাহাথির এর দল)  বারিসান ন্যাশনাল( নাজিব রাজাকের দল) কে হারিয়ে জয়ী হওয়ার ১০০ দিন পর ২০১৯ সালের ১লা জানুয়ারি থেকে সাধারণ শ্রমিকদের নুন্যতম মজুরি ১১০০ রিংগিত কার্যকর করা হয়।

উক্ত সভায় তিনি দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ৪র্থ শিল্প বিপ্লবের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.