মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের ভিসা চার্জ কমানো হয়েছেঃ ইমিগ্রেশন প্রধান


অভিবাসী শ্রমিকদের জন্য ১১তম থেকে ১৩ তম ভিসার লেভি চার্জ কমানো হয়েছে, বলেছেন ইমিগ্রেশন পরিচালক জেনারেল দাতু খাইরুল দজাইমি দাউদ।


অভিবাসী শ্রমিকদের জন্য ১১তম থেকে ১৩ তম ভিসার লেভি চার্জ কমানো হয়েছে, বলেছেন ইমিগ্রেশন পরিচালক জেনারেল দাতু খাইরুল দজাইমি দাউদ।
Add captionMalaysia Reducing PLKS visa charge. অভিবাসী কন্ঠ

তিনি বলনে সকল সেক্টরে নতুন লেভি চার্জ নির্ধারণ করা হয়েছে, সেগুলো হল সার্ভিস, মেনুফ্যাকচারিং, কনস্ট্রাকশন লেভি চার্জ 10'000 রিংগিত থেকে 6'000 রিংগিত এবং প্লান্টেশন ও এগ্রিকালচার এর লেভি চার্জ  3'500  রিংগিত থেকে 2'000 রিংগিত করা হয়েছে।

যেখানে লেভি কমানোর প্রক্রিয়াটি ভিজিট পাস টেম্পোরারি এম্পলয়মেন্ট এবং ওয়ার্ক পাস(সংশোধন) ক্যাটাগরি চলতি বছরের ৩০ এপ্রিলে মালয়েশিয়ার সরকারি গেজেট ভুক্ত হয়।

তিনি আরও বলেন, শুধুমাত্র যাদের চলতি বছরের ৩০ এপ্রিল এর পর ভিসা শেষ হবে তাদের ক্ষেত্রে এই নতুন লেভি চার্জ প্রযোজ্য।
কিন্তু যাদের ভিসা ২৯ এপ্রিলে শেষ হয়েছিল তাদের ক্ষেত্রে 10000 রিংগিত প্রযোজ্য ছিল।

তবে নিয়োগদাতা (মাজিকান) কে অবশ্যই ১১তম ভিসা এপ্লাই করার জন্য পুত্রাজায়া ইমিগ্রেশন হেড কোয়ার্টারে আসতে হবে।

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের ভিসা চার্জ কমানো হয়েছেঃ ইমিগ্রেশন প্রধান

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.