মালয়েশিয়া প্রবাসীদের বিশেষ জন্য সতর্কতা!!!

Network marketing অথবা MLM কিংবা online income ও ডেস্টিনির মত রাস্তায় নেমে অনেকেই সব হারিয়ে নিঃশ্ব হয়েছেন।


আসুন বিস্তারিত জেনে নেই

হাজার হাজার রিঙ্গিতের কথা শুনলেই লোভ চলে আসে, জিহ্বায় পানি চলে আসে আপনাদের, ইশ এত টাকা যদি কোন পরিশ্রম ছাড়াই হাতে আসে, তাই নয় কি?? এমনটা হওয়াই বাঞ্চনীয়।

প্রবাসীরা পরিবার পরিজন ছেড়ে হাজার হাজার মেইল পাড়ি দিয়ে এসে মাথার ঘাম পায়ে ফেলে, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিছু টাকা রোজগার করেন। আর সেই টাকা অন্যের সামান্য কিছু কথায় লোভে পড়ে আরেকজনের হাতে তুলে দেন।

আপনার এই পরিশ্রমের টাকা অন্যের হাতে দিয়ে
এম এল এম(MLM) বা নেটওয়ার্ক মার্কেটিং নামধারী ডান হাত বাঁ হাতের কারসাজি ও প্রতারণার খপ্পরে পড়ে সব হারিয়ে হয়ে যান নিঃশ্ব।

বাংলাদেশে ডেসটিনি জাতীয় বহু প্রতিষ্ঠানের লোভে পড়ে আপনার নিকট বন্ধুদের অনেকের নিঃশ্ব হওয়ার চিত্র নিশ্চয়ই ভুলে যাননি। ঐসব প্রতারক গুলোই আজ প্রবাসী দের টার্গেট করে বিভিন্ন নামে, বিভিন্নধরনের ফাঁদ তৈরি করেছে আপনার জন্য।
অনলাইন ইনকাম নামধারী অনেক বিজনেস আর অর্থ উপার্জনের অনেক রাস্তা দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ রিঙ্গিত।

বেশ কিছুদিন আগে আমার এক নিকটতম বন্ধুও আমাকে অনেক বুঝিয়েছিল, আমার ডানে বামে যতলোককে গ্রাহক বা টিম মেম্বার বা সদস্য বানাতে পারবো ততই আসতে থাকবে টাকা, এইরকম আরো অনেক লোভনীয় প্রস্তাব।
অমুকের গতমাসে ১০ হাজার,  তমুকের ২০ হাজার রিঙ্গিতসহ বিদেশ ভ্রমন সহ অনেক লোভনীয় প্রস্তাব।
কি সুন্দর!! কত মজার ব্যাপার না?

এভাবে আপনার কষ্টের টাকা হাতিয়ে নিয়ে যাবে প্রতারক দল। সময় থাকতে সাবধান হয়ে যান।
মনে রাখবেন আপনি পরিশ্রম করতে টাকা উপার্জনের জন্য প্রবাসে গিয়েছেন, এইসব অবৈধ পথে নয়।

আরেকটা কথা মনে রাখবেন, একজন সাধারণ শ্রমিক মালয়েশিয়াতে নিজের কোম্পানির কাজ ব্যতিত অন্য কোন ব্যবসা করা সম্পূর্ণ অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ।

সাধারণ শ্রমিক ভিসায় আপনার জন্য কোন ব্যবসার অনুমতি নেই মালেশিয়াতে, ব্যবসার উদ্দেশ্যে লোভে পড়ে নিজের টাকা অন্যের হাতে বিলিয়ে দেয়া থেকে বিরত থাকুন।

স্বাভাবিকভাবে থাকুন, নিরাপদে থাকুন, লোভ থেকে দুরে থাকুন, সকল লোভনীয় প্রতারণা এড়িয়ে চলুন।


লেখকঃ এডমিন প্যানেল থেকে

মোঃ সারোয়ার হোসেন

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.