কাতারে জেলে থাকা কর্মীদের দেশে ফেরানোর চুক্তি, শীঘ্রই দেশে এনে বাকি কারাভোগ শেষ করার ব্যবস্থা। অভিবাসী কন্ঠ।


 বাংলাদেশের রেমিট্যান্স প্রেরণকারী ২য় দেশ হিসেবে কাতার জায়গা করে নিয়েছে। কাতারের সঙ্গে দ্বিবপাক্ষিক সম্পর্ক শক্তি'শালী করা লক্ষ্যে সরকার শীগ্রই চার থেকে পাঁচটি চুক্তি করতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাবএম শাহরিয়ার আলম এম'পি। এরই মধ্যে একটি চুক্তি হবে কাতারে কারাগারে দণ্ডিত বাংলাদেশিদের

 ফিরিয়ে আনার বিষয়ে। দুই দেশের মধ্যে প্রথম'বারের মতো ‘'ফরেন অফিস কনসালটেশন'' শেষে আজ ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি সভায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করেন। আর কাতারের প্রতি'নিধি দলের নেতৃত্বে ছিলেন সে দেশের পররাষ্ট্র সুলতান বিন সাদ আল মুরাইখি।

এই চুক্তির আওতায়, কোনো প্রবাসী বাংলাদেশী কাতারে যেকোনো অপরাধের কারণে দণ্ডিত হলে তাকে ফিরিয়ে এনে বাংলাদেশে কারাভোগ শেষ করার ব্যবস্থা করা হবে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে চুক্তি গুলো স্বাক্ষরিত হওয়ার ব্যাপারে হওয়ার আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এখন প্রায় সাড়ে তিন লাখ

 বাংলাদেশি কাতারে বিভিন্ন সেক্টরে কাজ করছেন। কূটনীতিক ও কর্মকর্তাদের ভিসা ছাড়া কাতার ভ্রমণ সংক্রান্ত একটি চুক্তি চূড়ান্ত হওয়ার পর্যায়ে রয়েছে। এছাড়া শুল্ক সংক্রান্ত একটি চুক্তিও হবে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্ত'র্জাতিক সংস্থায় নির্বাচনে দুই দেশের সহ'যোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.