মালয়েশিয়ানদের কাছে ক্ষমা চেয়েছেন রায়হান কবির
মালয়েশিয়ার ইমিগ্রেশন ও সরকারের বিরুদ্ধে সাক্ষাৎকার দেয়ায় গ্রেফতার হয় বাংলাদেশি প্রবাসী রায়হান কবির যা বিশ্ব মিডিয়ায় ইতিমধ্যেই তোলপাড় সৃষ্টি করেছে।
রায়হান কবির তার পক্ষে নিযুক্ত আইনজীবীদের সাথে সাক্ষাতের সময় মালয়েশিয়ার নাগরিকদের প্রতি ক্ষমা প্রার্থনা করেছেন।
বুধবার তার পক্ষে নিযুক্ত সি সেলভারাজা এবং সুমিথা শান্তিন্নি মালয়েশিয়ার ইমিগ্রেশন হেডকোয়ার্টারে দেখা করার পর গনমাধ্যমের সাথে কথা বলেছেন তারা।
এর আগে রায়হান কবিরের সাথে দেখা করার জন্য ইমিগ্রেশনের অফিসিয়াল ইমেইলে বার্তা পাঠানোর মাধ্যমে তার সাথে দেখা করার দিন নিশ্চিত কর কর্তৃপক্ষ।
সি সেলভারাজা বলেন, রায়হান কবির মালয়েশিয়ার সকল জনগণের কাছে ক্ষমা চেয়েছেন এবং বলেছিলেন যে লকডাউন চলাকালীন সময়ে বিদেশিদের উপর অত্যাচার করা হয়েছিলো এমন মন্তব্য করে দেশকে কলুষিত করার ইচ্ছা ছিলো না তার।
তিনি যেকোনো মুহূর্তে তার নিজ দেশে ফেরত যেতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন।
তিনি মালয়েশিয়ার জনগণের নিকট ক্ষমা চেয়েছেন কারণ তিনি আল জাজিরার প্রতিবেদনে এমন কথা বলতে ইচ্ছুক ছিলেন না কারণ তিনি মহামারীর সময়ে ইমিগ্রেশন অভিযানে তার বন্ধুকে দেখেছেন হাত কড়া পড়িয়ে নিয়ে যেতে।
এটা দেখেই তার খারাপ লেগেছে তাই তিনি অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন। মালয়েশিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর কাউকেই তিনি দোষারোপ করার উদ্দেশ্য ছিলোনা তার তবে এমন পরিস্থিতি দেখে যা অনুভব করেছেন তাই বলেছেন।
No comments