ইমিগ্রেশন বিভাগ চায়না Back For Good কোন এজেন্ট নিয়ন্ত্রণ করুক

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ব্যাক ফর গুড (B4G) প্রোগ্রামের জন্য কোন এজেন্ট নিয়োগ দেয়নি, সম্পূর্ণ প্রোগ্রাম ইমিগ্রেশন বিভাগ এর কর্মকর্তাদের মাধ্যমেই পরিচালিত হচ্ছে। কোন ধরনের এজেন্ট কিংবা ঠিকাদারকে নিয়োগ দেয়া হয়নি। আর ইমিগ্রেশন সবসময়ই এইসব এজেন্টদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসেছে।


ইমিগ্রেশন বিভাগের কাছে তথ্য আছে যে, কিছু দায়িত্বহীন ব্যক্তিরা চায়, এই এই দেশে ফেরত পাঠানোর প্রোগ্রাম B4G যেন তাদেরকে দেয়া হয়, তারা এটা ইমিগ্রেশন এর আন্ডারে পরিচালনা করবে, যাতে খরচ আরো বেড়ে যাবে এবং এই প্রোগ্রাম সফল হতে বাধা হয়ে দাঁড়াবে।

কারণ,  কারন তারা এই কাজ করলে কাজগুলো সঠিকভাবে হবে, অনেক সমস্যা তৈরি হবে, বিভিন্ন দালাল চক্র এর সাথে যোগ হয়ে যাবে এবং অবৈধ অভিবাসীরাও দেশে ফেরত যেতে বিশ্বস্ত কোন মাধ্যম পাবেনা।  তাই ইমিগ্রেশন সরাসরি এই প্রোগ্রাম পরিচালনা করছে যেন আশানুরূপ সফল জয়।

এই প্রোগ্রামটি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইমিগ্রেশন বেশ কিছু দালাল চক্র এর সদস্যদের আটল করে সাজা প্রদান করার ব্যবস্থা করেছে।
এর মধ্যে ১ জন পাকিস্তানি ও ৫ জন ইন্দোনেশিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।


Article by: Md Sarowar Hossain

Follow our Facebook page👉
https://www.facebook.com/ovibashi/

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.