আবারও কুয়ালালামপুরের পাসার বোরংয়ে ইমিগ্রেশন অভিযান, ১৬ জনকে পালাতে দেয়নি ইমিগ্রেশন ফোর্স।


আজ ফেব্রুয়ারী 18, 2020-
 কুয়ালালামপুরের পাইকারি বাজার সে মালয়েশিয়া পাসার বোরং নামে পরিচিত  সেখানে পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগের অপারেশন সদস্যদের একটি দল অভিযান চালায়। মূলত মালয়েশিয়ার মধ্যে এটি সর্ববৃহৎ পাইকারি ও খুচরা বাজার যেখানে বিপুল সংখ্যক অভিবাসী কর্মী কর্মরত আছেন। এর মধ্যে সবচেয়ে বেশি অবৈধ

 অভিবাসীরা এই বাজারে কাজ করে। কিছদিন পর পর ইমিগ্রেশন এই বাজারে অভিযান চালায়। তবে আগের বর্তমানে অবৈধ অনেক কমে গেছে। আজ অভিযান চালিয়ে ১৬ জনকে চেক করা হয়ে পরে সেখান থেকে

 04 বাংলাদেশি পুরুষ, 01 ভারতীয় পুরুষ, 07 মায়ানমার পুরুষ এবং  02 মায়ানমার মহিলা মিলিয়ে  ১৪ জনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন।
গ্রেফতারকৃত সকল অভিবাসী ইমিগ্রেশন আইন 1959/63 (আইন 155) এর অধীনে গ্রেফতার দেখিয়ে প্রেস ব্রিফিংয়ে জানিয়ে দেয়া হয়। গ্রেফতার করার পর পরবর্তী বিচারিক কার্য ও তদন্তের জন্য তাদের প্রথমে পুত্রাজায়া ইমিগ্রেশনে নেয়া হয়। পরে তাদেরকে বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে প্রেরন করা হয়।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.