ব্রেকিং নিউজঃ মালয়েশিয়ায় আরও ৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত, তাবলীগ থেকেই বিপুল পরিমাণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক দাতু ড. নুর হিশাম আব্দুল্লাহ বলেছেন,


আজ দুপুর পর্যন্ত আরও ৪১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের খবর নিশ্চিত করেছে যা মোট আক্রান্তের সংখ্যা ২৩৮ এ এসে পৌঁছেছে। তিনি আরও বলেন, এর মধ্যে নতুন ৩৭ জন আক্রান্ত হয়েছে তাবলিগ ইজতেমায় অংশগ্রহণ করার পর এবং আরও ৪ জন আক্রান্ত হয়েছে ভাইরাসে আক্রান্ত লোকদের সংস্পর্শে আসার ফলে।

 তাবলীগ ইজতেমায় অংশগ্রহণকারীদের উপর নজরদারি বাড়ানোর পর তাদেরকে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা করার পর এই সংখ্যা নিশ্চিত করা গেছে যা আরও অনেক পরিমাণ আক্রান্ত হওয়ার সম্ভাবনা নির্দেশ করে।

আরও পড়ুন 

মালয়েশিয়ায় করোনা পরিস্থিতি অস্বাভাবিক হলেও থেমে নেই ইমিগ্রেশন, রুমে রুমে তল্লাশী চলছে কুয়ালামাপুরে।

মালয়েশিয়ায় অবস্থানকারী সকল প্রবাসী বাংলাদেশীদেরকে সাবধানে চলাফেরা ও সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করে জীবন যাপন করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশী কমিউনিটির বিশেষ ব্যাক্তিবর্গ।     প্রেস ব্রিফিংয়ে তিনি জনসাধারণকে সম্প্রীতি বজায় রাখার জন্য  তাগিদ দিয়ে বলেন, ২৮ শে ফেব্রুয়ারি থেকে ১ লা মার্চ পর্যন্ত তাবলিগ সমাবেশ সম্পর্কিত জনসাধারণকে শান্ত থাকার এবং অননুমোদিত তথ্য না ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন।বানোয়াট ও মনগড়া খবর বা ভুল তথ্য ছড়িয়ে দেয় তবে তাকে আইনের আওতায় আনা হবে।

 তিনি আরও বলেন যে, সরকারি নির্দেশনা অনুসারে আগামী  ৩০ শে এপ্রিল পর্যন্ত সকল আন্তর্জাতিক সভা, খেলাধুলা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানসহ সমস্ত অ্যাসেম্বলি স্থগিত বা বাতিল করা হয়েছে।  তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অবস্থা বোঝা গেলে তা আবার বাতিল করা হবে।

 তিনি বলেন, মালয়েশিয়ায় অরক্ষিত ও দূর্বল জনগোষ্ঠীর সংক্রমণের ঝুঁকি হ্রাস করার জন্য, বিশেষত ওরাং আসলি সম্প্রদায়ের মতো প্রত্যন্ত অঞ্চলে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক সকল ধরনের সেবাগুলো জোরদার করা হবে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.