"মালয়েশিয়ায় প্রবেশে আনা হচ্ছে নতুন নিয়ম" - ইমিগ্রেশন প্রধান। বিস্তারিত পড়ুন

মুভিং কন্ট্রোল অর্ডার (এম'সি'ও) বা লকডাউন শেষ হওয়ার পরে মালয়েশিয়াতে বিদেশিদের প্রবেশের জন্য ইমিগ্রেশন বিভাগ বেশ কয়েকটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) প্রনয়ণ করার

পরিকল্পনা করেছে। ইমিগ্রেশন মহাপরিচালক খায়রুল জাইমি বিন দাউদ বলেন, নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি গুলোকে গৃহীত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নজরে আনা হবে। তিনি বলেন, গত বছরের ডিসেম্বরের পর থেকে কোভিড-১৯ মহামারীটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর সমস্ত প্রবেশপথ বন্ধ করে দেয়া হয় পাশাপাশি বিদেশীদের প্রবেশের ক্ষেত্রেও কোন ধরনের নিয়মের ও

 পরিবর্তন হয়নি এখনো। উদাহরণ স্বরূপ তাইওয়ান এর কথা চিন্তা করুন, তাইওয়ানে এই পর্যন্ত মাত্র কারণে ভাইরাসে আক্রান্ত হয়েছে 400 জন এবং গত বছরের ডিসেম্বর মাস থেকে যখন করোনা ভাইরাসের আবির্ভাব হয় তখন থেকেই তারা দেশটিতে বিদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে এবং তাৎক্ষণিকভাবে সামাজিক দূরত্ব মেনে চলার বিধি-নিষেধ গুলো জনগণকে মেনে চলার অভ্যাস করে তোলার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে। ইমিগ্রেশন প্রধান ধাতু খাইরুল

 জামিন আরও বলেন মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা লকডাউন  শেষ হওয়ার পরে বিদেশীদের মালয়েশিয়ায় প্রবেশের ক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি বিদেশীদের প্রবেশের সময় তাদের করোনার লক্ষণ না দেখা গেলেও নেয়া হবে কার্যকরী পদক্ষেপ।

মালয়েশিয়াতে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে মালয়েশিয়াতে শুধুমাত্র মালয়েশিয়ার নাগরিক এবং বিদেশি প্রতিনিধি বা হাইকমিশন প্রতিনিধিদের প্রবেশ ব্যতিত বাকি সমস্ত বিদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এদিকে বর্তমানে যখন ইমিগ্রেশন অফিস এবং কাউন্টারগুলি বন্ধ রয়েছে কিন্তু ইমিগ্রেশন সংক্রান্ত তথ্য ও সেবা সম্পর্কে মানুষ কিভাবে জানবে প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ইমিগ্রেশনের হটলাইন চালু রয়েছে অভিবাসন

 সংক্রান্ত যেকোনো তথ্য ও সেবা অনুসন্ধান করতে ইমিগ্রেশনের নাম্বার প্রদত্ত নাম্বারে যোগাযোগ করা যাবে৷ কল সেন্টার বা কাস্টমার কেয়ারটি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং অন্যান্য সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে পরিচালিত হচ্ছে। লোকজন ইমিগ্রেশনের বিষয়ে যোগাযোগ করতে চাইলে জাতীয় সুরক্ষা কাউন্সিলের (এনএসসি) হটলাইন-মাইজিসি 03-88882010 এবং 03-80008000 নাম্বারে যোগাযোগ করতে পারবেন।

 এম'সি'ও বা লকডাউন চলাকালীন সময়ে অভিবাসন সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কল সেন্টারে ইমিগ্রেশন অফিসারগণ তিন শিফটের মাধ্যমে ২৪ ঘন্টা ডিউটিতে থাকেন।

আরও খবর পড়তে পারেন

খাবার কষ্টে থাকলেও, নিজের কথা চিন্তা করিনা, পরিবার নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। কান্নায় ভেঙে পড়েন প্রবাসী।

এবার মালয়েশিয়া সংসদ সদস্যকে আটকে দিলেন সেনাবাহিনী" বিস্তারিত পড়ুন

মালয়েশিয়াতে লকডাউন তুলে নেয়ার সম্ভাবনা নেই। ৬ টি বিষয়ে গুরুত্বের কথা জানালেন ডাঃ নুর হিশাম। বিস্তারিত....



No comments

Theme images by Dizzo. Powered by Blogger.