শুক্রবার (১০ এপ্রিল), মালয়েশিয়াতে আবারও লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত জানাবে প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন

মালয়েশিয়ায় চলমান মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এম'সি'ও) বা গতিবিধি নিয়ন্ত্রণ আদেশ আরও বাড়ানো হবে কিনা এই বিষয়ে আগামী ১০ই এপ্রিল দেশের জনগণ জানতে পারবে।



এই এম'সি'ও প্রথমে ১৮ ই মার্চ থেকে ৩১ শে মার্চ পর্যন্ত কার্যকর করা হয়েছিল পরে তা আবার বাড়িয়ে  ১৪ ই এপ্রিল পর্যন্ত কার্যকর হয়েছে এবং আসছে শুক্রবারে (১০ এপ্রিল) বহুল প্রতিক্ষিত ঘোষণাটির অপেক্ষা করছে মালয়েশিয়ার সরকার এবং যা নিয়ে দেশের জনগণের মাঝে বহু আকাঙ্খা ও চরম

উদ্বিপনা বিরাজ করছে। মালয়েশিয়ার নাগরিকদের একটি অংশ আশা করছেন যে, এই এম'সি'ও ১৪ই এপ্রিলের পর আর বাড়ানো হবেনা এবং তারা যেন আবার আগের মত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তবে এমনভাবে জনগণ চলাফেরা করবে যাতে করে দেশের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং জনগণ সামাজিক দুরত্ব বজায় রেখে জীবন অতিবাহিত করতে পারে৷

মালয়েশিয়া স্বাস্থ্য মহাপরিচালক দাতু নুর হিশাম জানিয়েছেন,  এখনো পর্যন্ত মালয়েশিয়ায় ৬৯ জনের  করোনা আক্রান্তের উৎস ধরা ছোঁয়ার বাইরে রয়েছে অর্থাৎ এই ৬৯ জন করোনায় কোথায় আক্রান্ত হয়েছে কার সাথে চলাফেরা করেছে এবং কোথায় কোথায় ভাইরাস ছড়াতে সাহায্য করতে পারে সেই রহস্য উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী ও স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও তিনি আরও একটি

আরও নিউজ পড়ুন👇


মালয়েশিয়া ৪ হাজার অতিক্রম করেছে আক্রান্তের সংখ্যা, কয়েকটি গ্রুপের মাধ্যমে ভাইরাস ছড়ানোর আশংকা
👇
শুক্রবার (১০ এপ্রিল), মালয়েশিয়াতে আবারও লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত জানাবে প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন
👇
কুয়ালালামপুরে বাংলাদেশী, ভারত ও পাকিস্তানীসহ প্রায় ৬ হাজার নাগরিক ঐ ২টি ভবনে আটকা পড়েছেন।
👇
মালয়েশিয়ার বড় কোম্পানিগুলো এগিয়ে আসছে, প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন আরও ৪০ লক্ষ রিঙ্গিত অনুদান পেয়েছেন।



 ক্লাসটারের কথা উল্লেখ করে যেটি হল ইতালি থেকে আসা ১ জন নাগরিকের মাধ্যমে বেশ আক্রান্ত হয়েছেন। তাদের সবাই বর্তমানে চিকিৎসাধীন থাকলেও আরও অনেক আক্রান্ত হওয়ার ঝুঁকিকে তিনি উড়িয়ে না দেয়ার বিষয়ে সাবধান করেন। মূলত দেশের চলমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই ৩য় মেয়াদে লকডাউন কার্যকর করার সিদ্ধান্ত নিবে সরকার।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.