বাংলাদেশীদের জন্য সাবধানতাঃ কুয়ালালামপুরে সেলায়াং বাজারে রোহিঙ্গা আক্রান্তের খবর প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়,

মালয়েশিয়া সেলায়াং পাইকারি বাজারে কিছু সংখ্যক রোহিঙ্গা মেডিকেল হেলথ স্ক্রিনিং টেস্ট এর মাধ্যমে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা উল্লেখ করা হয়নি।



করোনা ভাইরাসে ২ জন আক্রান্ত হওয়ার পর মালয়েশিয়ার বড় পাইকারি বাজার কুয়ালালামপুর এর সেলায়াংয়ে কর্মরত বিদেশি ও দেশি নাগরিকদের করোনা পরীক্ষার জন্য একটি অস্থায়ী টেস্ট স্ক্রিনিং সেন্টার খোলা হয়েছে। ইতিমধ্যে ১৫০ জনকে পরীক্ষা করার কথা বলা হয়েছে৷ মালয়েশিয়াতে ২য় ধাপে করোনা ভাইরাসের সংক্রমণের ফলে বেশ কিছু রোহিঙ্গাসহ অন্যান্য নাগরিক সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অবস্থান করছে এমন সন্দেহের ভিত্তিতে

কয়েকবার অভিযান চালানো হয়েছিল। এর আগে ৪০০ জনকে আটক করে রোহিঙ্গা ও বংলাদেশীসহ ১০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। স্বাস্থ্য-মহাপরিচালক দাতুক ডাঃ নূর হিশাম আবদুল্লাহ বলেছেন, তিনি এখনও সেখানে অবস্থানকারী বিশেষত কতজন রোহিঙ্গা করোনা ভাইরাসে আক্রান্ত সেই বিষয়ে উদ্বিগ্ন রয়েছেন। তিনি গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরা এখন পর্যন্ত আক্রান্ত বিদেশিদের সঠিক সংখ্যা জানিনা তবে সন্দেহের ভিত্তিতে তাদের টেস্ট স্ক্রিনিং চলছে। আমরা এখনো করোনার লক্ষ্মণ বা

উপসর্গ আছে এমন রোগী সংগ্রহ করছি। তিনি বলেন, মালয়েশিয়ার বেসরকারি এনজিও সংস্থা মার্সি মালয়েশিয়া এবং শরণার্থী বিষয়ক জাতিসংঘের হাই কমিশনার (ইউএনএইচসিআর) এর সহায়তায় তাদের টেস্ট স্ক্রিনিং করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তিনি এই পদক্ষেপের বিষয়ে বলেছিলেন যে, তিনি আশা করেছিলেন যে আরও বিদেশীদের পরীক্ষা করা যেতে পারে এবং যারা কোভিড-১৯ এ আক্রান্ত হবেন তাদের সবাইকে পর্যাপ্ত আইসোলেশনের ব্যবস্থা ও চিকিৎসার
ব্যবস্থার কথা বলেছেন।

আরও পড়তে ক্লিক করুন👇
সিঙ্গাপুরে কয়েক হাজার বাংলাদেশীর জীবন ঝুঁকিতে, গাদাগাদি করে থাকার ফলেই ৭৪ বাংলাদেশী আক্রান্ত।
👇 বড় শ্রমবাজারগুলোর কয়েকটি দেশ অবৈধ কর্মীদের ফেরত পাঠিয়ে দিবে। বিপদে লক্ষ শ্রমিক, বিপদে বাংলাদেশ।
👇
লকডাউনে জেলে পাঠানো হবে না, গ্রেফতার করেই শাস্তি দেবে পুলিশ, মন্ত্রী পর্যায়ের বিশেষ কমিটির আলোচনা। ঘোষণা আসছে শীঘ্রই



তিনি বলেন, রোহিঙ্গা ও অন্যান্য দেশের নাগরিকদের  করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা ও অন্যান্য সহযোগীতা করার জন্য বিভিন্ন এনজিও ও সহযোগী সেচ্ছাসেবী সংগঠন গুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান।

প্রকৃতপক্ষে নুর হিশাম জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় উচ্চ মাত্রায় ঝুঁকিতে থাকা বিদেশি শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে সকল কার্যকরী পদক্ষেপ হাতে নিয়েছে।

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Theme images by Dizzo. Powered by Blogger.