মালয়েশিয়ার ইমিগ্রেশন কারাগারে বন্দী অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানো হবেঃ প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি

মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে বন্দী থাকা সকল অবৈধ অভিবাসীদের করোনা টেস্ট করার পর যাদের ফলাফল নেগেটিভ আসবে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতুশ্রী ইসমাইল সাবরি ইয়াকুব। প্রতিদিনের মত অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি আজ এসব কথা বলেন।
মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে বন্দী থাকা সকল অবৈধ অভিবাসীদের করোনা টেস্ট করার পর যাদের ফলাফল নেগেটিভ আসবে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতুশ্রী ইসমাইল সাবরি ইয়াকুব। প্রতিদিনের মত অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি আজ এসব কথা বলেন।

মালয়েশিয়ায় হঠাৎ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। গতকাল সোমবার ১৭২ জন এবং আজ মঙ্গলবার  ১৮৭ জন আক্রান্ত হয়েছে যার বেশিরভাগই  মালয়েশিয়ার ৩ টি ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে বন্দী থাকা অবৈধ অভিবাসী। আক্রান্ত স্থান বুকিত জলিল, KLIA, সেমেনিয়েহ ইমিগ্রেশন ক্যাম্পগুলোতে বর্তমানে সরকার সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন যাতে কোভিড-১৯ এর সংক্রমণ আরও মারাত্মক ভাবে ছড়িয়ে না পড়ে।

আজ মঙ্গলবার (২৬শে মে)  মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী, দাতুশ্রী ইসমাইল সাবরি ইয়াকুব সাংবাদিক সম্মেলনে অবৈধ অভিবাসীদের মধ্যে আক্রান্তের পরিসংখ্যান নিয়ে আলোচনা করেছেন। এই পর্যন্ত ১৩,৯৯৯ জন অবৈধ অভিবাসীকে কোভিড-১৯ জন্য হেলথ স্ক্রিনিং টেস্ট করা হয়েছে যার মধ্যে ২০৭ জন আক্রান্ত হয়েছে। তিনি ঘোষণা করেছেন যে, ইমিগ্রেশন কারাগারে আটক বন্দীদের পরীক্ষা করার পর যাদের ফলাফল নেগেটিভ আসবে তাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

আর যারা আক্রান্ত হবে তাদেরকে সেরডাং এলাকার MAEPS  এর কোয়ারেন্টাইন এবং ট্রিটমেন্ট কেন্দ্রে পাঠানো হবে এবং তাদের চিকিৎসা শেষে তাদেরকেও নিজ দেশে ফেরত পাঠানো হবে। তিনি আরও বলেন, তাদের কিভাবে নিজ দেশে ফেরত পাঠানো হবে সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য দেশের দূতাবাস গুলোর সাথে একটি বৈঠক করা হবে।

মালয়েশিয়াতে বর্তমানে বিদেশিদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুলো জোরালো ভূমিকা পালন করছে। ক্যাম্প গুলোতে হঠাৎ করোনার আক্রমণ নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে। তবে মালয়েশিয়ার স্বাস্থ্য মহাপরিচালক দাতু ডাঃ নুর হিশাম জানিয়েছেন যে, ডিটেনশন ক্যাম্পে আক্রান্তদের যথাযথ পর্যবেক্ষণ,পরীক্ষা ও চিকিৎসার বিষয়ে গুরুত্ব দিয়ে দেখা হবে।

এই অভিবাসী কর্মীরা একটি নির্দিষ্ট এলাকার ভিতরেই আটক রয়েছেন সুতরাং তাদের মাধ্যমে বাইরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। তবে ইমিগ্রেশনের  ক্যাম্প গুলোতে জড়িত সকল কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং তাদের গতিবিধি নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়েছে।  নতুন এই ক্লাস্টার যেন ভয়াবহ না হয়ে ওঠে সে বিষয়ে সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

তথ্যসূত্রঃ- Astro Awani, Malay Mail.

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.