মালয়েশিয়ায় দাতুশ্রী ব্যবসায়ী খুনের মামলায় আরও ১জন গ্রেফতার, বাংলাদেশীসহ মোট ৮ জন ৭ দিনের রিমান্ডে।


মালয়েশিয়ায় দাতুশ্রী উপাধি ধারী একজন ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার সাথে জড়িত সন্দেহে ২৬ বছর বয়সী আরেকজন অপহরণকারীকে কুয়ালা কুবু বাহুর বুকিত সেনতোসায় গ্রেফতার করা হয়েছে।



২৯ জুন সোমবার মালয়েশিয়ার সেলেঙ্গার রাজ্যের ফৌজদারি তদন্ত বিভাগের প্রধান দাতুক ফাদজিল আহমদ বলেছেন, মামলার তদন্তের সাপেক্ষে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঐ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, আটককৃত ঐ ব্যক্তিকে আগামী ৫ জুলাই পর্যন্ত ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মালয়েশিয়ায় প্রানের যে কোন পন্য ঘরে বসে পেতে Lazada তে অর্ডার করুন     



তিনি আরও বলেন বর্তমানে পুলিশ ভিকনেশ্বর নামের আরও এক ব্যক্তিকে খুজছে যার মালয়েশিয়া আইসি নং 920716-14-6331. রেকর্ড অনুযায়ী তার ঠিকানা 587-144 নিউ গ্রিন পার্ক, 48,000 রায়াং, সেলেঙ্গোর।



তিনি ব্যক্তিদেরকে এ মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি ফারুক ফখজান মোহাম্মদ নর্ডিনের সাথে যোগাযোগ করার আহ্বান জানান।

উল্লেখ্য এর আগে মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামায় প্রকাশিত প্রতিবেদনে ঐ দাতুশ্রী উপাধিধারী ঐ ব্যবসায়ী খুনের ঘটনায় বাংলাদেশী সহ ৭ জনকে গ্রেফতার করেছিলো মালয়েশিয়ার পুলিশ। মালয়েশিয়ার জালান রাওয়ানং এর বিস্তারি বাতু-২ এলাকায় ঐ ব্যবসায়ীকে মৃত উদ্ধার করা হয়েছিল।

গত ১০ই জুন সকাল সাড়ে ১০টার দিকে ৫৫ বছর বয়সী ঐ ব্যবসায়ীকে জালান পারসিয়ারান পারদানা, বান্দার শ্রী দামানসারা, পেতালিং জায়া থেকে অপহরণ করা হয়েছিল।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.