কুয়ালালামপুরে পাইকারি বাজার সহ ১৬টি কাঁচাবাজার সপ্তাহে ১দিন বন্ধ ঘোষণা

মালয়েশিয়ায় গতকাল ২৭ জুন রবিবার থেকে কুয়ালালামপুর পাইকারি বাজার প্রতি রবিবার বন্ধ থাকবে। বাজারের পরিস্কার পরিচ্ছন্নতা ও জীবানুমুক্ত করার লক্ষ্যে প্রতি রবিবার মালয়েশিয়ার বৃহত্তম এই কাঁচা বাজারটি বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়েছে৷

কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) সোমবার এক বিবৃতিতে বলেছে যে, তাদের তত্ত্বাবধানে কাঁচাবাজারগুলো প্রতি সোমবার একই উদ্দেশ্যে বন্ধ থাকবে।

কুয়ালালামপুর সিটি হল মেয়র দাতুক না হিশাম আহমদ ডাহলান বলেছেন, মার্কেটের হকার ও ব্যবসায়ীরা তাদের দোকান গুলো পরিস্কার করার প্রয়োজন রয়েছে।

 DBKL মার্কেটে জীবাণুমুক্তকরণের কাজ পরিচালিত হওয়ার সময় কোনও ক্ষতি বা ক্ষতির জন্য দায়বদ্ধ হবে না। মার্কেট বন্ধ থাকার নোটিশে তিনি উল্লেখ করেন যে, এই কাজে আপনাদের সকল ধরনের সহযোগিতা একান্তই কাম্য।

 পাইকারি ও কাঁচাবাজারে কোভিড-১৯ বিস্তার প্রতিরোধে DBKL দ্বারা পরিচালিত একটি চলমান উদ্যোগ।

বিজ্ঞপ্তি অনুসারে, বাতু তিতিওয়াংসা, সেগাম্বুট, ওয়াংসা মাজু, সেতিয়াওয়াংসা এবং কেপং এলাকাসহ 16 টি কাঁচাবাজার যথারীতি সাপ্তাহিক বন্ধ থাকবে।


No comments

Theme images by Dizzo. Powered by Blogger.