মালয়েশিয়াতে দাতুশ্রী ব্যবসায়ী খুন, বাংলাদেশীসহ ৭ জন অপহরণকারী গ্রেফতার।
মালয়েশিয়াতে দাতুশ্রী পদবী ধারী এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে বাংলাদেশীসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মালয়েশিয়ার জালান রাওয়ানং এর বিস্তারি বাতু-২ এলাকায় ঐ ব্যবসায়ীকে মৃত উদ্ধার করা হয়েছে।
গতকাল সকাল ১১টা থেকে বিভিন্ন ঝটিকা অভিযানে ৩০ থেকে ৫০ বছর বয়সী সন্দেহভাজন মাস্টার মাইন্ড সহ ৭ জন কে আটক করতে সক্ষম হয় মালয়েশিয়ার পুলিশ।
সেলাঙ্গার ফৌজদারি তদন্ত বিভাগের প্রধান দাতুক ফাদজিল আহমদ বলেছেন, আজ সকাল 9 টায় বিস্তারি জায়ার বাতু ২ এর জালান রাওয়াংয়ের একটি ঝোপের ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি বলেন, গত ১০ই জুন সকাল সাড়ে ১০টার দিকে ৫৫ বছর বয়সী ঐ ব্যবসায়ীকে জালান পারসিয়ারান পারদানা, বান্দার শ্রী দামানসারা, পেতালিং জায়া থেকে অপহরণ করা হয়েছিল।
মালয়েশিয়ার রিয়েল এস্টেট এর ঐ ব্যবসায়ীকে অপহরণের পর ঐ দিন দুপুরে তার পরিবারকে একয়ি অপরিচিত নাম্বার থেকে কল করে ১৫৪ মিলিয়ন রিঙ্গিত মুক্তিপন চায় ঐ অপহরণকারীরা৷ পরে ভিকটিমের পরিবার এই ঘটনার বিষয়ে পুলিশকে জানানোর পর রিপোর্ট দাখিল করে।
অভিযোগ পেয়ে আজ রাওয়াংয়ের উক্ত এলাকায় তাকে লুকিয়ে রাখতে পারে সন্দেহের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। লাশটি উদ্ধার করার সময় থেকে ৪-৫ দিন আগে তাকে মেরে ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
যেকারণে উদ্ধার করার পর পচা অবস্থায় পাওয়া যায় লাশটি। পরে মালয়েশিয়ার সুংগাই বুলোহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
তিনি বলেন, "আমরা বর্তমানে মৃত্যুর সঠিক তারিখ এবং কারণ নিয়ে হাসপাতাল থেকে ময়না তদন্তের অপেক্ষার অপেক্ষায় রয়েছি। তিনি উল্লেখ করেন নিহতের পরিচিত লোকের মাধ্যমে এই কাজটি সংঘটিত হয়েছে বলে তিনি বিশ্বাস করেন। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত ৫ জনকে ৭ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে এবং বাকি ২ জনকেও রিমান্ডে নেয়ার প্রক্রিয়া চলছে। মামলা টি মালয়েশিয়ার দণ্ডবিধির ৩৬৫ ধারা এবং অপহরণ ১৯৬১ এর ৩ ধারা অনুযায়ী তদন্ত করা হচ্ছে।
No comments