ইমিগ্রেশনে বন্দী অবৈধদের বৈধতা প্রক্রিয়া এজেন্ট ও দালাল মুক্ত হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশংসা

মালয়েশিয়ার বিভিন্ন ইমিগ্রেশন কারাগারে বন্দী অবৈধ অভিবাসীদের বিভিন্ন কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োগের মাধ্যমে বৈধ করার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে
দেশটির জাতীয় নারী উদ্যোক্তাদের সংস্থা নায়েম। সংস্থাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন উদ্যোগকে স্বাগত ও প্রশংসামূলক বক্তব্য দিয়েছে। 
মালয়েশিয়ার বিভিন্ন ইমিগ্রেশন কারাগারে বন্দী অবৈধ অভিবাসীদের বিভিন্ন কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োগের মাধ্যমে বৈধ করার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে দেশটির জাতীয় নারী উদ্যোক্তাদের সংস্থা নায়েম। সংস্থাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন উদ্যোগকে স্বাগত ও প্রশংসামূলক বক্তব্য দিয়েছে।   এক বিবৃতিতে নায়েম শ্রমিক প্রশিক্ষণ ব্যুরোর চেয়ারম্যান নুরিজন হুসিন বলেছেন যে এই পরিকল্পনার মাধ্যমে জেলে থাকা বিদেশী কর্মী নিয়োগের ক্ষেত্রে দালাল, এজেন্টস বা মধ্যস্থতাকারীদের দৌরাত্ম ঠেকাবে। কেননা এই প্রক্রিয়ায় দালাল শ্রেণির কোন প্রকার যোগসাজশ থাকার প্রশ্নই উঠেনা

এক বিবৃতিতে নায়েম শ্রমিক প্রশিক্ষণ ব্যুরোর চেয়ারম্যান নুরিজন হুসিন বলেছেন যে এই পরিকল্পনার মাধ্যমে জেলে থাকা বিদেশী কর্মী নিয়োগের ক্ষেত্রে দালাল, এজেন্টস বা মধ্যস্থতাকারীদের দৌরাত্ম ঠেকাবে। কেননা এই প্রক্রিয়ায় দালাল শ্রেণির কোন প্রকার যোগসাজশ থাকার প্রশ্নই উঠেনা। 
Lazada তে প্রানের যে কোন পন্য কম দানে ঘরে বসে পেতে ছবিটিতে ক্লিক করুন।  

ইমিগ্রেশন ডিপো থেকে সরাসরি কর্মী নিয়োগের মাধ্যমে সরকারের অর্থনৈতিক বোঝা লাঘব হবে বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন দেশব্যাপী প্রায় ১৫ হাজার অবৈধ বন্দী অভিবাসীকে বিভিন্ন কোম্পানিতে সহজভাবে নিয়োগ দেয়া যেতে পারে। এতে সরকার, কোম্পানি এবং কর্মী সকলেরই লাভবান হওয়ার সুযোগ রয়েছে। 


 নুরিজান আরও যোগ করেছেন, এই পদক্ষেপের ফলে পুলিশ, ইমিগ্রেশন বিভাগ এবং স্বাস্থ্য বিভাগে কর্তৃক কঠোর ফিল্টারিংয়ের প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পর ইমিগ্রেশন ডিপোতে থাকা সমস্ত অভিবাসীর কাছ থেকে তথ্য সংগ্রহের ব্যবস্থা করা সম্ভব হবে। 
অতএব, ইমিগ্রেশন ডিপোতে থাকা কেবলমাত্র নির্দিষ্ট কর্মীদের চাকরির প্রস্তাব দেয়া যেতে পারে যাদের কোন অপরাধ রেকর্ডভুক্ত নেই এবং সংক্রামক রোগের ঝুঁকি থেকে মুক্ত। নুরিজন আরও উল্লেখ করে বলেন যে, অর্থনীতি পুনরুদ্ধারে বিদেশী কর্মীদের প্রয়োজনীয়তা জেলে থাকা অবৈধদের পুনর্বাসনের একটি নিরাপদ বিকল্প।  

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জাইনুদ্দিন বলেছিলেন যে, ইমিগ্রেশন ডিপোতে আটক থাকা অবৈধ অভিবাসীদের আইনিভাবে নিয়োগ দেয়ার সুযোগ তারা পেতে পারেন।।

ক্লান্তিতে আনে প্রশান্তি, এখনই অর্ডার করুন Lazada তে

উল্লেখ্য যে,  জানুয়ারি থেকে ১৫ ই জুন পর্যন্ত ইমিগ্রেশন বিভাগ তাদের বিভিন্ন অভিযানে 17,226 অবৈধ অভিবাসীকে আটক করেছে এবং অবৈধ ও বেআইনি ভাবে আনডকুমেন্টেড কর্মীদের নিয়োগ দেয়ার অপরাধে মোট ২৪৩ জন কোম্পানি মালিক বা নিয়োগকারীকে গ্রেপ্তার করা হয়েছিল।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.