আল জাজিরা টিভিতে মালয়েশিয়ার বিরুদ্ধে বাংলাদেশী প্রবাসীর সাক্ষাৎকার, ইমিগ্রেশন খুঁজছে তাকে।
করোনা ভাইরাস বিস্তার রোধে মালয়েশিয়াতে অবৈধ অভিবাসীদের সাথে কিভাবে আচরণ করা হচ্ছে এমন একটি প্রামান্য চিত্রে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশী এক প্রবাসী যুবক।
আল জাজিরায় প্রকাশিত ঐ প্রামাণ্য চিত্রে মালয়েশিয়ার বিরুদ্ধে অভিযোগ তোলার পর আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে পুলিশ তদন্ত শুরু করেছে।
মালয়েশিয়ার পুলিশ সদর দপ্তর বুকিত আমান সিআইডির উপপরিচালক ডিসিপি মায়ার ফরিদালাথরশ ওয়াহিদ জানিয়েছেন, পুত্রাজায়া প্রেনসিত ৭ এ অবস্থিত পুলিশ স্টেশনে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ একটি অভিযোগ দায়ের করার পর পিডিআরএম তদন্ত শুরু করে। ইতিমধ্যে আল জাজিরাতে সাক্ষাৎকার দেয়া মোঃ রায়হান কবির
নামের ঐ বাংলাদেশী প্রবাসীকে গ্রেফতারের উদ্দেশ্য মাঠে নেমেছে পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে রায়হান কবির কে ধরিয়ে দিন হিসেবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন সাধারণ জনগণের সহোযোগিতা কামনা করেছেন ঐ বিজ্ঞপ্তিতে।
মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামার একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা পেনাল কোডের ৫০০ ধারা এবং যোগাযোগ ও মাল্টিমিডিয়া আইন ১৯৯৮ এর ২৩৩ ধারার অধীনে কুয়ালালামপুর পুলিশের একটি টিমের মাধ্যমে তদন্ত করা হচ্ছে।
মায়ার ফরিদালাথরাশ আরও জানান, আজ সকাল ৯ টার দিকে পুত্রজায়ায় এক মহিলার একই ইস্যুতে পুলিশের কাছে আরও একটি রিপোর্ট দায়ের করা হয়েছে। তার ভাষ্যমতে ইউটিউবে একটি প্রামান্য চিত্র দেখার পরে তিনি এই রিপোর্টটি করেছে বলে জানিয়েছেন।
এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে মালয়েশিয়ার লকডাউন ইন লকড আপ শিরোনামে ২৫ মিনিট ৫০ সেকেন্ডের একটি প্রতিবেদনে কোভিড-১৯ মোকাবিলায় গৃহীত পদক্ষেপ হিসেবে অবৈধ অভিবাসীদের চিকিৎসার নিন্দা করেছিল।
পুলিশ ইন্সপেক্টর জেনারেল তানশ্রী আবদুল হামিদ বদর বলেছেন যে, আন্তর্জাতিক নিউজ এজেন্সিতে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে মালয়েশিয়া অবৈধ অভিবাসীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে এবং পিডিআরএম এই বিষয়ে আরও তদন্ত করছে।
অবশ্য এর আগে প্রতিরক্ষা সিনিয়র মন্ত্রী দাতুশ্রী ইসমাইল সাবরি ইয়াকুব আল জাজিরাকে মালয়েশিয়ার বিরুদ্ধে এমন অভিযোগকে প্রমান করার চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি আরও বলেন ভ্রান্ত ও বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করার জন্য আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরাকে মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইতে বলেছেন।
No comments