অভিবাসী শ্রমিকদের জন্য ভিসার টাকা ফিরিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান বলেছেন, সরকার টপ গ্লোবের শ্রমিকদের রিক্রুটমেন্ট খরচ বা মালয়েশিয়া আসার ভিসা সংক্রান্ত খরচ ফিরিয়ে দেয়ার বিষয়ে অডিট করবে। শ্রমিকদের চাপ প্রয়োগ করে শ্রম আদায়ের অভিযোগে আমেরিকা কর্তৃক আমদানি নিষেধাজ্ঞা কাটাতে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মালয়েশিয়ার অন্যতম মেডিকেল ইকুইপমেন্ট ও হ্যান্ড গ্লোব প্রস্তুতকারী প্রতিষ্ঠান টপ গ্লোবের অভিবাসী কর্মীদের নিয়োগের ফি পরিশোধে ৫৩ মিলিয়ন রিঙ্গিত ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন যে তাদের উপর মার্কিন আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
কোম্পানিটি চলতি মাসের শুরুতে ৪.৪ মিলিয়ন রিঙ্গিত প্রাথমিকভাবে প্রদান করেছে। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন শ্রমিকদের উপর জোর পূর্বক শ্রমের অভিযোগকে বিশ্বের বৃহত্তম মেডিকেল হ্যান্ড গ্লোভ প্রতিষ্ঠানের দুটি সহায়ক সংস্থার পণ্যগুলিতে নিষেধাজ্ঞার মূল কারণ বলে উল্লেখ করেছে। অর্ডার উত্তোলনের অন্যতম পূর্বশর্ত হচ্ছে শ্রমিকদের ভিসা সংক্রান্ত সমস্ত খরচ ফিরিয়ে দেয়া।
কোম্পানি বা সংস্থাগুলোর শ্রমিকদের টাকা ফিরিয়ে দিচ্ছে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে মানবসম্পদমন্ত্রী এম সারাভানান বলেছিলেন মন্ত্রণালয় শ্রমিকদের নিয়োগের ভিসা সংক্রান্ত খরচ ফিরিয়ে দেয়া হচ্ছে কিনা তা যাচাই করবে এবং অন্যথায় এই ধরনের আমদানি নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে
মানুষের মানবসম্পদমন্ত্রী টপ গ্রুপের হেড অফিস পরিদর্শনকালে এসব কথা বলেন।
সারাভানান আরও বলেছিলেন, মন্ত্রণালয় সকল খাত জুড়ে শ্রমিকদের বেতন ও ভাতা প্রদানের বিষয়টি পর্যবেক্ষণ করতে ইলেকট্রনিক পদ্ধতিতে মজুরি ব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্ত নিচ্ছে।
বিদেশি কর্মীরা মালয়েশিয়াতে ভালো চাকরির আশায় তাদের নিজ দেশের রিক্রুটিং এজেন্সিগুলোকে অতি উচ্চ ফি প্রদান করে থাকে এবং এই অর্থ তারা বিভিন্ন ধারদেনা করে সুগার করে থাকে। মালয়েশিয়া আসার পর বেতন পেয়ে নির্দিষ্ট কিস্তিতে ঋণ পরিশোধ করে যা তাদের জন্য বড় ধরনের একটি চাপের মধ্যে থাকতে হয়।
টপ গ্লোভ এক্সিকিউটিভ চেয়ারম্যান লিম ওয়ে চই বলেছেন, আনুমানিক 10,000 বিদেশী কর্মীদের জন্য 12 টি কিস্তিতে অর্থ প্রদান করা হবে। তিনি বলেন, সংস্থাটি গত বছরের জানুয়ারী থেকে একটি "শূন্য নিয়োগের ফি" নীতিমালায় কাজ করে যাচ্ছিল এবং যা ইন্ডাস্ট্রিতে নতুন ছিলো। কারণ পাঁচ বা দশ বছর আগে কেউ এই (নিয়োগের ফি) নিয়ে কথা বলেনি।
বর্তমান আমরা একটি সমাধানের চেষ্টায় আছি এবং আমরা বিদেশি শ্রমিকদের আরো কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছি। বিদেশি শ্রমিকেরা মালয়েশিয়ায় এসে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে কারণ তারা এখানে ভালো একটি সেলারি পেয়ে থাকে।
No comments