মালয়েশিয়ায় ফেস মাস্ক না পরার দায়ে বিভিন্ন স্থানে ৮১ জন কে গ্রেফতার, ২২ জন রিমান্ডে
মালয়েশিয়ায় চলমান রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও) লঙ্ঘনের জন্য গতকাল ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র প্রতিরক্ষামন্ত্রী দাতুশ্রী ইসমাইল সাবরি ইয়াকুব।
গ্রেপ্তারকৃত দের সম্পর্কে তিনি বলেন, ৬৯ জনকে জরিমানা করার নোটিশ দেয়া হয়েছে এবং ২২ জনকে রিমান্ড আদেশ দেয়া হয়েছে। তবে এখানে বিভিন্ন স্থানে ক্রেতাদের নিবন্ধন করার জিন্য সরঞ্জাম সরবারাহ করতে না পারায় এবং ফেস মাস্ক ব্যবহার না করার অপরাধের জিন্য গ্রেফতার করা হয়ে গয়েছে।
বর্তমানে চলমান আইন আরএমসিও স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) মেনে চলার জন্য মনিটরিং এবং প্রয়োগের জন্য মোট 68,310 টি স্থান পরিদর্শন করা হয়েছিল।
তিনি বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 16,827 জনকে যাচাই ও পর্যবেক্ষণের জন্য 4,881 জন সদস্য নিয়োজিত ছিল যারা সুপারমার্কেট, রেস্তোঁরা, হকার এবং ভূমি, জল এবং বিমান পরিবহন টার্মিনাল পরিদর্শন করেছিলো।
তিনি বলেছিলেন যে অপারসি বেন্তংয়ের সময় চারজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছিল, যা আন্তঃসীমান্ত অপরাধ তদন্ত ও কোভিড-১৯ এর বিস্তার রোধে পরিচালিত হয়েছিল।
এছাড়াও অপেরাসি বেন্তংয়ের অধীনে দেশব্যাপী 62 টি রোড ব্লিকে মোট ২৮,৪৮১ টি যানবাহন চেক করা হয়েছিল বলে তিনি আরও জানান।
No comments