মালয়েশিয়ায় শ্রমিকদের সুবিধা দিতে নতুন আইন, না মানলে কোম্পানিদের ৫০ হাজার রিঙ্গিত জরিমানা


গত মঙ্গলবার (২৫শে আগস্ট) থেকে আবাসন ও কর্মচারী সুবিধাদি আইন ১৯৯০ অনুযায়ী নূন্যতম মানদণ্ড মেনে চলার ক্ষেত্রে কোম্পানি মালিকদের উপর পুরোপুরিভাবে কার্যকর করা হয়েছে। এই আইন মেনে চলতে ব্যর্থ হলে প্রতিটি কোম্পানিকেই প্রতিটি অপরাধের জন্য ৫০,০০০ রিঙ্গিত করে জরিমানার বিধান কার্যকর করা হয়েছে।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান বলেন, এটি দ্রুতই বাস্তবায়ন করা হবে এবং এতে দেশের সকল শিল্প খাত আওতাধীন রয়েছে। তিনি আরও বলেন, মালয়েশিয়া জেটিকেএসএম অধিদপ্তরের আইন প্রয়োগকারী অফিসার ও সদস্যগণ এই বিধান তদারকি করবে এবং কোম্পানি মালিকগণ মেনে চলছে কিনা তা নিশ্চিত করবে।

নিয়োগকারীদের কর্মচারীদের জন্য উপযুক্ত আবাসন এবং অন্যান্য সুযোগ-সুবিধা আইন ১৯৯০ (446 আইন) মেনে চলতে হবে।

তিনি গতকাল মিনারা টপ গ্লোভের কার্যনির্বাহী সফর শেষে সংবাদ সম্মেলনে বলেছিলেন, প্রতিটি শিল্প খাতে কোম্পানি মালিকগন যাতে এই আইন মেনে চলে সেই লক্ষ্যে আমরা তদারকি চালিয়ে যাব। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন টপ গ্লোভ কর্পোরেশন এর নির্বাহী চেয়ারম্যান, টান শ্রী ডাঃ লিম ওয়ে চই।

 গত ১লা জুন আইন ১৯৯০ এর (446 Act) এর সংশোধনী যা শ্রমিকদের আবাসন ও আবাসনের সুযোগসুবিধা সরবরাহের জন্য সকল কর্মসংস্থান খাতে প্রসারিত করা হয়েছিল।


পরবর্তীতে সরকার কোম্পানি মালিকদেরকে শ্রমিকদের আবাসন ও অন্যান্য সুবিধাদি উন্নত করার জন্য ৩ মাসের সময় দিয়েছে যা গত ২৫ শে আগস্ট থেকে কার্যকর হয়েছে।
যে আইনটি কেবল পূর্বে কৃষিখাত ও বৃক্ষরোপণ খাতে কার্যকর ছিলো।

এদিকে সারাভানান বলেছেন বিদেশি শ্রমিকদের বেতন পরিশোধ সচ্ছতার সাথে সম্পন্ন করার লক্ষ্যে তার মন্ত্রণালয় এখন ই-ওয়েজেস পে-রোল সিস্টেম বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, সিস্টেমটির বাস্তবায়ন যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করা হবে এবং এতে দেশের সমস্ত শিল্প খাত আওতাধীন রয়েছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.