এবার মালয়েশিয়া ইমিগ্রেশনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন ইন্দোনেশিয়ান অবৈধ অভিবাসীদের একটি দল
ইন্দোনেশিয়ার সুশিল সমাজের আন্দোলন থেকে দাবী করা হয়েছে যে মালয়েশিয়ার অস্থায়ী ইমিগ্রেশন আটক কেন্দ্র গুলোতে যাদেরকে আটকে রাখা হয় তাদের প্রতি নিষ্ঠুর ও অমানবিক আচরণ করা হচ্ছে। অবৈধ অভিবাসীরা অস্থায়ী ক্যাম্পে নিষ্ঠুর ও অমানবিক পরিস্থিতির মধ্যে দিন কাটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
ইন্দোনেশিয়ার জাতীয় মানবাধিকার কমিশন এবং এবং এবং সার্বভৌম অভিবাসী শ্রমিকদের যৌথভাবে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে যে অভিবাসীদের বিরুদ্ধে মানবাধিকার লংঘন বহু বছর ধরে পরিকল্পিতভাবে এবং প্রচুর পরিমাণে ঘটেছিল।
মালয়েশিয়ার অন্যতম সংবাদমাধ্যম মালয়েশিয়া কিনি অনলাইন ওয়েব পোর্টালে প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে।
গত বছরে ২০১৯ এর জুন মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃক ফেরত পাঠানো ৯০০ ইন্দোনেশিয়ান অবৈধদের মধ্যে থেকে ৩৩ জনের একটি গ্রুপ এক সংবাদ বিবৃতিতে এসব কথা জানায়। যেখানে ১৭ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং ১৫ জন ইন্দোনেশিয়ান মহিলা ও ১ টি শিশু রয়েছে। তাদের সাথে সেখানে নয় বছর এবং ৪ বছরের ৫ জন শিশুর দেখা হয়েছিলো।
ইন্দোনেশিয়ায় ফেরত পাঠানোর আগে মালয়েশিয়ার সাবাহ রাজ্যের অস্থায়ী আটক কেন্দ্রে তাদেরকে গ্রেপ্তার, আটক, কারাবন্দী, নির্যাতন অবজ্ঞা ও নিষ্ঠুর আচরণের শিকার হতে হয়েছিলো।
তাদের সাক্ষ্য অনুযায়ী একটি সুস্পষ্ট নিদর্শন দেখা যায় যে,
ইমিগ্রেশনের অস্থায়ী আটক কেন্দ্রে নির্যাতন ও শাস্তি বা অমানবিক ও অবমাননাকর আচরণের চর্চা দীর্ঘকাল ধরে ব্যাপক ও নিয়মতান্ত্রিকভাবে ঘটেছিল।
বিস্তারিত আসছে.....
No comments