মালয়েশিয়ায় অবৈধদের কাছ থেকে ঘুষ গ্রহণ করায় ইমিগ্রেশন কর্মকর্তা গ্রেফতার

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) মালয়েশিয়ার ইমিগ্রেশন অফিসারকে ৩,০০০ রিঙ্গিত ঘুষ দাবি করার অভিযোগে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ৪০ বছর বয়সী ঐ ব্যক্তি সেলাঙ্গর রাজ্যের দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে হাজির হওয়ার পর তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা স্বীকার করে নেয়।
মালয়েশিয়ায় প্রানের পন্য এখন লাজাডায়, অর্ডার করতে ছবিটিতে ক্লিক করুন।     

দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা গেছে, পুত্রজায়া ইমিগ্রেশন অফিসের এই কর্মকর্তা ভিসা শেষ হয়ে যাওয়া অবৈধ অভিবাসীদের  নিকট ঘুষ চাওয়া এবং অর্থ গ্রহন করার বিষয়ে সন্দেহের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

মামলাটি এমসিসি আইন ২০০৯ এর ১৭ (ক) এর অধীনে তদন্ত করা হচ্ছে এবং গ্রেফতারকৃত ইমিগ্রেশন কর্মকর্তাকে আগামীকাল রিমান্ড আবেদনের জন্য শাহ আলম ম্যাজিস্ট্রেটের আদালতে আনা হবে।

মালয়েশিয়ায় কিছু অসাধু ইমিগ্রেশন কর্মকর্তাদের যোগসাজশে এক শ্রেণির দালাল ও প্রতারক চক্র বাংলাদেশ ও অন্যান্য দেশের শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন সময়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
ক্লান্তিতে আনে প্রশান্তি   

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.