অবৈধদের বৈধতার বিষয়ে আমি মন্তব্য করতে পারবোনা, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদারকি করছে, কুলা সেগারান।


মালয়েশিয়া প্রবাসীদের সব সময়ের প্রানের দাবী অবৈধদের যেন আবার বৈধতার সুযোগ দেয়া হয়।  মানবসম্পদ মন্ত্রী কুলা সেগারান বাংলাদেশ সফরে আসার পরপরই মালয়েশিয়ায় অবস্থান সকল প্রবাসীরা বাংলাদেশ সরকারের প্রতি আকুল আবেদন করেছেন যেন কুলা সেগারানকে প্রধানমন্ত্রী ও অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে

অনুরোধ করা হয়। পূর্ববর্তী সময়সূচি অনুযায়ী কুলা সেগারান প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে বৈঠক করেছেন।

প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশী কর্মীদের বিষয়ে কোন আলোচনা হয়েছে কিনা, প্রশ্নের জবাবে মালয়েশিয়ার মন্ত্রী জনাব এম কুলা সেগারান বলেন, এটা আমাদের দেশের

স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদারকি করছেন। এ বিষয়ে তারাই সিদ্ধান্ত নিবেন। এ বিষয়ে আমি মন্তব্য করতে পারবোনা বলে জানান তিনি।

মন্ত্রীর এমন জবাবে সুস্পষ্টভাবেই বোঝা যায় যে, অবৈধ অভিবাসীদের বিষয়ে তার কোন ফলপ্রসূ বক্তব্য নেই। অর্থাৎ এ বিষয়টি পুরোটাই নির্ভর করছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবারই বলা হয়েছে নতুন করে আর কোন বৈধতার সুযোগ নয়। বারবার সুযোগ দেয়া হলে অভিবাসী শ্রমিকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেনা। দেশের আইন মেনে চলবেনা।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.