কঠিন পরিস্থিতিতেও অবৈধদের দমনের অভিযান থেমে ছিলনা। বাংলাদেশী ৯ জন সহ ১১ জন আটক।


মালয়েশিয়ার কুয়ালালামপুরে গত ২৭ তারিখে ইমিগ্রেশন একটি যৌথ অভিযান পরিচালনা করেছে। এই অভিযানটি ইমিগ্রেশন কর্মকর্তাসহ মোট ৫৫ জন ইমিগ্রেশন সদস্য অংশ নিয়েছে। ইমিগ্রেশন সাধারণত বসতবাড়ীগুলোতে মধ্যরাতে অভিযান পরিচালনা করে যাতে করে অভিবাসীরা ইমিগ্রেশন উপস্থিতি টের

 না পায় ও পালাতে না পারে। এই অভিযানটি রাত ১টা ৩০ মিনিটে শুরু হয়ে ২.৩০ মিনিট পর্যন্ত চলে। অভিযানের সময় ২৫ জন অভিবাসীকে যাচাই-বাছাই করে ১১ জন গ্রেফতার করেছে ইমিগ্রেশন।  এর মধ্যে বাংলাদেশী ৯ জন ও ২ জন ইন্দোনেশিয়ান নারী কর্মী রয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন এর অপরাধ ও তদন্ত বিভাগের কাছে প্রাপ্ত অভিযোগ ও তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়েছে বলে জানা গেছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.