কুয়ালালামপুরে মিজানুর রহমান আল আজহারীর বয়ানে মুগ্ধ হাজার হাজার প্রবাসী।

মিজানুর রহমান আল আজহারীর বয়ানে মুগ্ধ প্রবাসীরা       

গত ১লা মার্চ রোববার বাদ আছর মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিংইপ জামে মসজিদে ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাফসিরে কোরান ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে হাজার হাজার

প্রবাসীর উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং উপস্থিত সকল প্রবাসীগণ তাঁর বয়ানে মুগ্ধ হয়েছেন। মালয়েশিয়া প্রবাসি ব্যাবসায়ী মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ও অতিথি হিসেবে আলোচনা করেন মালয়েশিয়ায় আন্তর্জাতিক

ইসলামি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক হযরত মাওলানা মোঃ মিজানুর রহমান আল আজহারী। এই মাহফিলে বিশেষ বক্তা হিসেবে ছিলেন মোহাম্মদ আল আমিন এবং সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ মামুনুর রশিদ মামুন। এসময় মিজানুর রহমান আজহারী সকলকে ঐক্যবদ্ধভাবে কুরআন সুন্নাহর পতাকাতলে আসার আহ্বান জানান তিনি এবং আয়াতুল কুরসির ফজিলতের উপর

বিশদ আলোচনা করেন। পরে দেশে ও প্রবাসে বসবাসরত সকল মুসলিম সমাজের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। এই তাফসীরে মাহফিলে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মিজানুর রহমানের ওয়াজ শুনার জন্য অনেক কষ্ট করে এসে জমায়েত হয়েছে। মালয়েশিয়ার দূরদূরান্ত থেকে আল আজাহারীর বয়ান শোনার অপেক্ষায় ছিলেন মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশীরা।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.