অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে মালয়েশিয়ার রিঙ্গিত রেট, চলতি মাসে আরও কমে যাওয়ার আশংকা। অভিবাসী কন্ঠ।

আজ ১৫ই মার্চ ২০২০ ইং, যারা মালয়েশিয়া আছেন তারা দেখে নিন আজ মালয়েশিয়ার কোন রেমিট্যান্স ব্যাংক প্রতি রিঙ্গিতে বাংলাদেশি টাকায় কত করে দিচ্ছে।

গত মাসের চেয়ে এই মাসে রিঙ্গিতের দাম অনেক কমে গিয়েছে যেখানে প্রতি রিঙ্গিতের রেট ২১ টাকার উপরে উঠে গিয়েছিলো সেটা এখন কমে ১৯ টাকা মধ্যে চলে এসেছে। মালয়েশিয়াসহ বিশ্বের অন্যন্য দেশে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে অর্থনৈতিকভাবে দূর্বল হয়ে পড়ছে যা দিন দিন আরও খারাপ হতে থাকবে। অস্বাভাবিকভাবেই কমে


যাচ্ছে রিঙ্গিতের রেট, চলতি মাসে আরও অনেক কমে যাবে বলে মনে করছেন অর্থনীতিবিদগন। এদিকে ইউএস ডলারের বিপরীতে রিঙ্গিতের দরপতনও হয়েছে অনেক যা পুরো মালয়েশিয়াতে প্রভাব ফেলার পাশাপাশি সকল রেমিট্যান্স ব্যাংকের উপরও দারুণ প্রভাব লক্ষ্য করা গেছে৷
মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকের রেমিট্যান্স রেট👉

মার্চেনট্রেড/ ইরেমিট রেট =১৯.৭২ টাকা
আই'এম'ই/রিয়া = ১৯.৭২ টাকা
ভ্যালিইউ/Valyou = ১৯.৭২ টাকা
ওয়েস্টার্ন ইউনিয়ন = ১৯.৭০ টাকা
মানিগ্রাম = ১৯.৭৯ টাকা

বিভিন্ন দেশের মুদ্রার মানগুলোও এক নজরে দেখে নিনঃ
SAR(সৌদি রিয়াল) = ২২.৫৫ টাকা
SGD (সিঙ্গাপুর ডলার) = ৬০.৭০ টাকা
AED (দুবাই দেরহাম) = ২৩.০৪ টাকা
KWD (কুয়েতি দিনার) = ২৭৬.৬৬ টাকা
USD (ইউএস ডলার) = 84.87 ৳
OMR (ওমানি রিয়াল) = 220.46 ৳
QAR (কাতারি রিয়াল) = 23.31 ৳
BHD (বাহরাইন দিনার) = 225.11 ৳
EUR (ইউরো) = 92.90 ৳
MVR (মালদ্বীপিয়ান রুপিয়া) = 5.49 ৳
IQD (ইরাকি দিনার) = 0.071 ৳
ZAR (সাউথ আফ্রিকান রেন্ড) = 5.63৳
GBP (ব্রিটিশ পাউনড) = 109.41 ৳
INR (ভারতীয় রুপি) = 1.19 ৳
প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা বিনিময় মূল্য (রেট) জেনে দেশে টাকা পাঠাতে পারেন। সে ক্ষেত্রে আমাদের ওয়েব সাইট বা আপনার নিকটস্থ রেমিট্যান্স প্রেরণকারী ব্যাংক হতে টাকার রেট জেনে নিতে পারেন। সবাই সবসময় মনে রাখবেন, যেকোন সময় মুদ্রার রেট উঠা-নামা করতে পারে। নতুন নতুন খবর পেতে সবসময় সঙ্গে থাকুন

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.