এবার মালয়েশিয়ার শাহ আলমের একটি মসজিদ অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। অভিবাসী কন্ঠ।

মালয়েশিয়ার শাহ আলমের সেকশন ২৭ এর একটি মসজিদ অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছে।

 মালয়েশিয়ার জাতীয় দৈনিক বেরিতা হারিয়ান জানিয়েছে যে, মসজিদ আল মুনাওয়ারর অফিসার মুহাইয়াত হুসিন একটি বিবৃততে জানিয়েছেন যে, মসজিদের একটি নানাজের জামাত করোনাভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে তাই আপাতত মসজিদটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

স্বাস্থ্য ঝুঁকি এবং করোনা ভাইরাস মহামারী ঠেকানোর জন্য আমরা এই পদক্ষেপের মাধ্যমে শাহ আলম সেকশন ২৭ এর মসজিদ আল মুনাওয়ারা সাময়িকভাবে সকল নামাজ আদায়সহ অন্যান্য কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে আরও বলেছিলেন যে, মুসল্লীদেরকে  ৫ ওয়াক্ত নামাজসহ

সকল ধরনের ইবাদাত আপাতত বাসায় বা কাছাকাছি কোন সুরাউ মসজিদে পড়ার জন্য মসজিদ কর্তৃপক্ষ, মজলিস আগামা ইসলাম সেলাঙ্গর, জেলা ইসলামীক অফিস এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতিক্রমে সিদ্ধান্ত নিয়ে এই পরামর্শ দেয়া হয়েছে৷

এক্ষেত্রে নামাজের আজান সময়মতই দেয়া হবে এবং মসজিদের কর্মকর্তারা যথারীতি দায়িত্বে নিযুক্ত থাকবেন এবং মসজিদ পরিচালনা করবেন তবে নামাজের জামাত অনুষ্ঠিত হবেনা বলে জানিয়েছেন।

আরও পড়ুন

  মালয়েশিয়ার পুলিশকে ৫'০০০ রিঙ্গিত ঘূষ দিতে চাওয়ার অপরাধে ১জন বাংলাদেশী গ্রেফতার।

মসজিদের প্রবেশগেইট গুলো অস্থায়ী ভাবে বন্ধ ঘোষণার নোটিশ প্রবেশ গেইটে টাঙানো হবে এবং ঘোষণা এলাকার মুসল্লীদের অবগত করা হবে।
তিনি আরও জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসার পর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মসজিদের কার্যক্রম আবার আগের মত যথারীতি পরিচালনার বিষয়ে জানিয়ে দেয়া হবে।

নিউজ সোর্স/রেফারেন্সঃ বারনামা মালয়েশিয়া

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.