ভয়ানকভাবে ছড়িয়ে পড়েছে মালয়েশিয়ায়, আজ আরও ১১৭ জন আক্রান্ত। আরও আক্রান্তের আশংকা।

মালয়েশিয়ায় আজ আরও ১১৭ জনের আক্রান্তের খবর প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মালয়েশিয় অত্যন্ত ভয়ানকভাবে বেড়েই চলেছে এই ভাইরাস। গতকাল ৬৭৩ জন পর্যন্ত আক্রান্ত থাকলেও
আজকের মিলিয়ে মোট ৭৯০ তে এসে দাড়িয়েছে।
আজ প্রতিদিনের মত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডাঃ আধাম বাবা বলেছেন, ১১৭ জন নতুন আক্রান্তের মধ্যে ৮০ জনই সম্প্রতি শ্রী পেটালিং মসজিদে অনুষ্ঠিত তাবলিগ ইজতেমার কর্মসূচির সাথে জড়িত ছিল। ৭৯০ জন আক্রান্তদের মধ্যে ১২৩ জন ব্যক্তি কিভাবে আক্রান্ত হয়েছে তার প্রাথমিক তদন্ত
চলছে,  ৫১৩ জন তাবলীগ

ইজতেমায় আক্রান্ত হয়েছে এবং ১৩৫ জন আক্রান্তদের সরাসরি সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান যারা সুস্থ হয়ে ঊঠেছে তাদেত সবাইকে হসপিটাল থেকে রিলিজ দেয়ার জন্য বলা হয়েছে। এই পর্যন্ত মোট ৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বপে জানানো হয়। চীন ইতালি, ইরান সহ অন্যন্য দেশের মত মালয়েশিয়াতেও রাতারাতি বেড়ে গেছে আক্রান্তের সংখ্যা। মালয়েশিয়ার সরকার ইতিমধ্যেই এই প্রানঘাতী ভাইরাসের বিস্তার ও সংক্রমণ ঠেকাতে পুরো মালয়েশিয়া জুড়ে লকডাউন অবস্থা জারি করে জরুরী সেবা প্রতিষ্ঠান বাদে সবকিছু বন্ধ ঘোষণা করেছে যা আজ ১৮ই মার্চ থেকে কার্যকর হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হলেই এই মেয়াদ আরও বাড়তে পারর বলে

বিশেষজ্ঞগনের ধারণা।  এদিকে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই জোহর বাহরুর একজন মালয়ে মুসলিম নাগরিক ও সারাওয়াক রাজ্যের মালয়ে খ্রিস্টান নাগরিক মৃত্যুবরন করেছে বলে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় এর পক্ষ থেকে জানানো হয়েছে। আজ নতুন আক্রান্তদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে রাখা হয়েছে ও শ্বাস প্রশ্বাসের জন্য সকল রেসপাইরেটরি সিস্টেমে তত্বাবধান করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.