আদেশ মেনে চলতে যেসব কড়াকড়ি হুশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান সেরি মুহিউদ্দিন ইয়াসিন আজ স্থানীয় সময় রাত ৮ টায় জাতির উদ্দেশ্যে
একটি সংবাদ সম্মেলন করেছেন যা দেশব্যাপী বিভিন্ন টিভি চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হয়েছে। প্রধানমন্ত্রী টিএস মুহিউদ্দিন জন চলাচলের গতিবিধি নিয়ন্ত্রণের আদেশ কার্যকর করার বিষয়টি আজ পরিস্কার করে বর্ননা করেছিলেন। তিনি বলেন, ৩১ শে মার্চ পর্যন্ত নিয়ন্ত্রণ আদেশের মাধ্যমে লোকজনকে যেন আর নতুন করে করোনা ভাইরাস সংক্রমণ করতে না পারে সেজন্য এই আদেশ মেনে চলতে হবে। গতকাল রাতে স্থানীয় টেলিভিশন স্টেশনগুলিতে সরাসরি সম্প্রচারিত এক বিশেষ বার্তায়
তিনি বলেছিলেন," ভাইরাসটি একজনের সংস্পর্শে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে। তাই সাধারণ জনগণ যেন জড়ো হয়ে কোথাও অবস্থান না করে। এই আদেশটি কেন দুই সপ্তাহ কার্যকর করা হয়েছে ,তা ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, COVID-19 ভাইরাসটি ২ সপ্তাহ ধরে কোন মানুষের শরীরে জীবিত থাকতে পারে।
আরও পড়ুন 👇
মালয়েশিয়ায় আজ থেকে এই সরকারি আদেশ না মানলে ২ বছর জেল ও নগদ টাকা জরিমানা।
👇
ভয়ানকভাবে ছড়িয়ে পড়েছে মালয়েশিয়ায়, আজ আরও ১১৭ জন আক্রান্ত। আরও আক্রান্তের আশংকা।
প্রধানমন্ত্রী জোর গলায় বলেন আপনার শুধুমাত্র বাড়িতে থাকুন, অতি জরুরি ব্যতীত বাইরে বের হবেন না। অন্যান্য মানুষদের কাছাকাছি যাবেন না। এই আদেশের শৃঙ্খলা রক্ষা করে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাহায্য করুন। তিনি আরও হুশিয়ারি দিয়ে বলেন যে যেখানে আছেন সেখানেই থাকুন। যারা কুয়ালালামপুর আছেন
কুয়ালামাপুরেই থাকুন, যারা পেনাং আছেন পেনাংয়েই থাকুন। এক অঞ্চলের লোক অন্য অঞ্চলে আপাতত না যাওয়ার পরামর্শ দিয়েন তান সেরি মুহিউদ্দিন ইয়াসিন। যদিও আপনার গ্রামের বাড়িতে যেতেও চান তবে অবিলম্বে সেটা বন্ধ করুন।
একটি সংবাদ সম্মেলন করেছেন যা দেশব্যাপী বিভিন্ন টিভি চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হয়েছে। প্রধানমন্ত্রী টিএস মুহিউদ্দিন জন চলাচলের গতিবিধি নিয়ন্ত্রণের আদেশ কার্যকর করার বিষয়টি আজ পরিস্কার করে বর্ননা করেছিলেন। তিনি বলেন, ৩১ শে মার্চ পর্যন্ত নিয়ন্ত্রণ আদেশের মাধ্যমে লোকজনকে যেন আর নতুন করে করোনা ভাইরাস সংক্রমণ করতে না পারে সেজন্য এই আদেশ মেনে চলতে হবে। গতকাল রাতে স্থানীয় টেলিভিশন স্টেশনগুলিতে সরাসরি সম্প্রচারিত এক বিশেষ বার্তায়
তিনি বলেছিলেন," ভাইরাসটি একজনের সংস্পর্শে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে। তাই সাধারণ জনগণ যেন জড়ো হয়ে কোথাও অবস্থান না করে। এই আদেশটি কেন দুই সপ্তাহ কার্যকর করা হয়েছে ,তা ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, COVID-19 ভাইরাসটি ২ সপ্তাহ ধরে কোন মানুষের শরীরে জীবিত থাকতে পারে।
আরও পড়ুন 👇
মালয়েশিয়ায় আজ থেকে এই সরকারি আদেশ না মানলে ২ বছর জেল ও নগদ টাকা জরিমানা।
👇
ভয়ানকভাবে ছড়িয়ে পড়েছে মালয়েশিয়ায়, আজ আরও ১১৭ জন আক্রান্ত। আরও আক্রান্তের আশংকা।
প্রধানমন্ত্রী জোর গলায় বলেন আপনার শুধুমাত্র বাড়িতে থাকুন, অতি জরুরি ব্যতীত বাইরে বের হবেন না। অন্যান্য মানুষদের কাছাকাছি যাবেন না। এই আদেশের শৃঙ্খলা রক্ষা করে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাহায্য করুন। তিনি আরও হুশিয়ারি দিয়ে বলেন যে যেখানে আছেন সেখানেই থাকুন। যারা কুয়ালালামপুর আছেন
কুয়ালামাপুরেই থাকুন, যারা পেনাং আছেন পেনাংয়েই থাকুন। এক অঞ্চলের লোক অন্য অঞ্চলে আপাতত না যাওয়ার পরামর্শ দিয়েন তান সেরি মুহিউদ্দিন ইয়াসিন। যদিও আপনার গ্রামের বাড়িতে যেতেও চান তবে অবিলম্বে সেটা বন্ধ করুন।
Amr bal,jor kore duty koracche koi gov. Dekhcche kake...amra jara onno desh thake ascchi tara nirupai,amader kotha company suncche na'kar kache bolbo je company force kore duty koracche amader..!!!
ReplyDeletePlease help us...
ReplyDeleteশুধুমাত্র জরুরি কাজে ব্যবহৃত এমন ফ্যাক্টরি বা কর্মস্থল গুলোর কার্যক্রম চালু রয়েছে। তবে বেশির ভাগই বন্ধ হয়ে গেছে।
ReplyDelete