মালয়েশিয়ায় সকল কিছু বন্ধের মেয়াদ আরও বাড়াতে বাধ্য হবে সরকার যদি আগামী ২ সপ্তাহে সফল না হয়ঃ প্রধানমন্ত্রী তান সেরি মুহিউদ্দিন ইয়াসিন

মালয়েশিয়ায় মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা চলাচল ও গতিবিধি নিয়ন্ত্রণ আদেশ এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

আজ ১৮ই মার্চ মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৮টায় প্রধানমন্ত্রী মহিউদ্দিন তান সেরি মুহিউদ্দিন ইয়াসিন জাতির উদ্দেশ্যে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে একটি বিশেষ ভাষনে সাংবাদিকদের সামনে তিনি বলেন, সরকার ঘোষিত এই মুভমেন্ট কন্ট্রোল আদেশ ৩১শে মার্চ পর্যন্ত কার্যকরী ভুমিকা না রাখলে বা পরিস্থিতি মোকাবেলায় ব্যার্থ হলে ৩১শে মার্চের চেয়ে আরও বেশিদিন বাড়ান হবে। সরকার আশা

 লকরে যে এই দুই সপ্তাহ সময়কাল শেষে যাদের করোনার লক্ষণগুলির মাধ্যমে সংক্রামিত হবে তারা জন বিচ্ছিন্ন হবে এবং চিকিৎসা গ্রহণ করতে সক্ষম হবে যা মালয়েশিয়াকে COVID-19 এর সংক্রমণের থেকে মুক্ত করবে। এই সময়ের মধ্যে আমরা সম্পূর্ণরূপে সফল হতে না পারলে সরকার এই মুভমেন্ট নিয়ন্ত্রণ আদেশের মেয়াদ বাড়িয়ে দিতে বাধ্য হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।এমনিভাবে তিনি জোর দিয়েছিলেন যে কোভিড-১৯ আক্রান্ত লোকেরা এক জন আরেকজনের সংস্পর্শ

এড়াতে পরস্পর নিরাপদ দূরত্বে বজায় থাকবে যার জন্য ঘরেই অবস্থান করাটা শ্রেয়। মহিউদ্দিন ব্যাখ্যা করেছিলেন যে কোভিড-১৯ কন্ট্রোল অর্ডার দুই সপ্তাহের জন্য আরোপ করা হচ্ছে কারণ এই ভাইরাসটি ২ সপ্তাহ পর্যন্ত জীবিত থাকতে পারে।

আরও পড়ুন 👇
মালয়েশিয়ায় আজ থেকে এই সরকারি আদেশ না মানলে ২ বছর জেল ও নগদ টাকা জরিমানা।
👇
ভয়ানকভাবে ছড়িয়ে পড়েছে মালয়েশিয়ায়, আজ আরও ১১৭ জন আক্রান্ত। আরও আক্রান্তের আশংকা।

আমরা চাই দেশের জনগণ এর বিস্তার রোধে তাদের সর্বোচ্চ চেষ্টা ও ধৈর্য্য নিয়ে আমাদের আদেশ মেনে চলে সহযোগিতা করে যাবেন। জনগণ নিজের স্বার্থে, দেশের স্বার্থে সাময়িকভাবে কষ্ট স্বীকার করে এটি মোকাবিলায় যথেষ্ট ভূমিকা পালন করবে।
 ইনশা আল্লাহ, আমাদের সকলের সমর্থন, একতা, একাত্বতা এবং চরম অধ্যবসায়ের সাথে, আমি প্রার্থনা করছি যে আমরা এই সঙ্কট কাটিয়ে উঠে সফল হতে পারব।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.