তালাবদ্ধ ঘোষণায় আগামী ১৪ দিনের জন্য যে যে বিষয়গুলো মালয়েশিয়া প্রবাসীদের জানা দরকার।

কোভিড -১৯ ভাইরাসের বিস্তার ঠেকাতে মালয়েশিয়া আগামীকাল ১৮ মার্চ থেকে ৩১ শে মার্চ পর্যন্ত
যে যে বিষয়গুলো মালয়েশিয়া প্রবাসীদের জানা দরকার
অপ্রয়োজনীয় সকল কার্যক্রম বা মৌলিক চাহিদা ও জীবন ধারনের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো ব্যাতিত অন্যান্য সবকিছু কার্যকরভাবে বন্ধ থাকবে।
সুতরাং মালয়েশিয়ায় থাকা সকল বাংলাদেশীদের সকল বিষয়গুলো জেনে বুঝে চলাচল বা জীবন পরিচালনা করতে হবে।

এখন কথা হচ্ছে এর কতটুকু জানি?

মালয়েশিয়া সরকারের দেশব্যাপী তালাবদ্ধ বা বিশেষ ক্ষেত্রে জরুরী অবস্থা ও মালয়েশিয়াকে নিয়ন্ত্রণে গতকাল রাতে প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিনের ঘোষণার ভিত্তিতে আপনার যে যে বিষয়গুলো জানা দরকার তার বিস্তারিত বিবরণ নিচে আলোচনা করা হলঃ

👉 চলাচল বা গতিবিধি নিয়ন্ত্রণ করার কখন থেকে কার্যকর হচ্ছে?

# আগামীকাল মার্চ 18 রোজ বুধবার, 31 মার্চ রোজ মঙ্গলবার পর্যন্ত ১৪ দিন সকল ধরনের অপ্রয়োজনীয় চলাচল বা গতিবিধি বন্ধ থাকবে অর্থাৎ বিশেষ ক্ষেত্রে প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে আপনি বাইরে যেতে পারবেন না।

👉আগামী ১৪ দিন কি কি বন্ধ থাকবে?

# যে কোনও ধর্মীয় উপাসনালয় যেমন মসজিদ, মন্দির, গীর্জা ইত্যাদি, ক্রীড়া, সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সকল ধরনের গনজমায়েত (এক জায়গায় অনেক লোকের উপস্থিতি) সম্পুর্ন নিষিদ্ধ বা বন্ধ থাকবে যা পুরো মালয়েশিয়া জুড়ে কার্যকর থাকবে।

তবে সরকারি ঘোষণা অনুযায়ী মসজিদ বা সুরাউগুলোর সকল কার্যক্রম আগামী ১০দিন অর্থাৎ ২৬ শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এক্ষেত্রে ১৪ দিন কার্যকর হবেনা


সকল বোর্ডিং স্কুল, আন্তর্জাতিক স্কুল, তাহফিজ কেন্দ্র, প্রাথমিক, মাধ্যমিক ও প্রাক-বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান, সমস্ত সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং দক্ষতা প্রশিক্ষণ ইনস্টিটিউট সহ সমস্ত প্রাক-বিদ্যালয়, সরকারী ও বেসরকারী স্কুলগুলিকেও আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে।

👉কি কি খোলা থাকবে?

পানি, বিদ্যুৎ, টেলিযোগাযোগ, ডাক, পরিবহন, সেচ, তেল ও গ্যাস, জ্বালানি, লুব্রিকেন্টস, সম্প্রচার, আর্থিক, ব্যাংকিং, স্বাস্থ্য, ওষুধ দোকান, কেবলমাত্র প্রয়োজনীয় সেবামূলক প্রতিষ্ঠানগুলির এই তালিকাটি আগামী দুই সপ্তাহের মধ্যেও আগের মতই সচলব থাকবে।  ফায়ার সার্ভিস এবং উদ্ধার পরিষেবা, কারাগার, বন্দর, বিমানবন্দর, সুরক্ষা, প্রতিরক্ষা, পরিষ্কার, বিভিন্ন জিনিসপত্র এবং খাদ্য সরবরাহও চালু থাকবে।

 বিশেষ করে অন্যান্য অপ্রয়োজনীয় যা প্রতিদিনের জীবন যাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় এমন সরকারি সকল দপ্তর বা সরকারি সার্ভিসগুলো বন্ধ থাকবে।

এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখুন।

 সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আতঙ্কিত হওয়ার দরকার নেই। কেননা সকল খাদ্যদ্রব্যের  পর্যাপ্ত সরবরাহ থাকবে, অর্থাৎ খাদ্য দ্রব্যগুলোর কাওন সংকট নেই পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে সুতরাং আতংকিত হওয়ার কিছুই নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তান শ্রী মহিউদ্দিন গতকাল গ্যারান্টি দিয়েছিল যে ফেস মাস্ক সহ পর্যাপ্ত খাদ্য সরবরাহ, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং স্বাস্থ্যসেবার সকল পণ্য থাকবে এবং সরকারের তরফ থেকে এই দুই সপ্তাহ ধরে সর্বদা বাজারে সরবরাহের মাত্রা পর্যবেক্ষণ করা হবে

 এই পরিস্থিতিতে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস কিনুন, অপ্রয়োজনীয় জিনিস কেনা বন্ধ করুন, এবং আমরা নিশ্চিত করব যে আপনার জন্য প্রয়োজনীয় খাবার সবসময় পাওয়া যাবে।  তিনি গতকাল শুরুর দিকে বলেছিলেন যে, মালয়েশিয়ানদের আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে কেনাকাটার দরকার নেই।

 আরও পড়ুন টপ নিউজ গুলো
ইতিহাসে এই প্রথম মালয়েশিয়ায় এই সিদ্ধান্তঃ আগামী ১৪দিন জরুরী অবস্থা জারি করে গতিবিধির উপর নিষেধাজ্ঞা



সকল ধরনের ভ্রমণ নিষিদ্ধ

# সরকারের নিয়ন্ত্রণের আদেশে বলা হয়েছে যে বিদেশী থেকে যারা ফিরে এসেছেন তারা 14 দিনের জন্য স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। আগামী ১৪ দিন কেউ ভ্রমণে যাওয়া আসা করতে পারবেন না এবং  এই দুই সপ্তাহের মধ্যে পর্যটক এবং বিদেশীদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি নেই।

 কেন আমাদের এই দুই সপ্তাহের বিধিনিষেধ মেনে চলা  দরকার?

 সংক্ষেপে, কোভিড -১৯ বা করোনা ভাইরাস যাতে পুরো মালয়েশিয়াতে ছড়িয়ে না পরতে পারে সেক্ষেত্রে এই ব্যবস্থা গ্রহন করা হয়েছে। অর্থাৎ এক জন থেকে আরেকজনের সংস্পর্শে যেন এই ভাইরাসটি সংক্রমণ বা কাউকে আক্রান্ত না করতে পারে।   

 সুতরাং মালয়েশিয়ায় অবস্থানকারী সকল বাংলাদেশী প্রবাসীরা এই বিষয়গুলো মেনে চলুন। সরকার বলেছে আগামী ১৪ দিন ধৈর্য ধারন করে অবস্থান করার জন্য। বিশেষ প্রয়োজনে যদি এই মেয়াদ আরও বাড়ানো হয়ে তবে সরকারি ঘোষণা আবার দেয়া হবে। আপাতত সকল প্রবাসীদেরকে সরকারি বিধিনিষেধ অনুসরণ করে চলাচল ও জীবন পরিচালনা করার আহ্বান জানানো হয়েছে।

3 comments:

  1. স্বরণীয় দিন গুলি

    ReplyDelete
  2. মালয়েশিয়ার সকল খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন

    ReplyDelete

Theme images by Dizzo. Powered by Blogger.