মালয়েশিয়ায় চলাচলের উপর বিধিনিষেধ থাকলেও সকল পাবলিক বাস, ট্রেন আগের মতই চলবে।

মালয়েশিয়ায় বাস ট্রেন আগের নিয়মেই নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাবে।

প্রাসারানা মালয়েশিয়া বিএইচডি এর অধীনে থাকা সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিসগুলো আগামীকাল থেকেও আগামী ১৪ দিন তালাবদ্ধ অবস্থায়ও আগের মত যথারীতি চলবে। সংস্থাটি বলেছে যে, তাদের সকল রেল ও বাস সার্ভিসগুলো আপাতত বিদ্যমান সময়সূচি অনুসরণ করেই যথারীতি চলবে। যেহেতু সরকার ঘোষিত লকডাউন অবস্থায় ১৮ থেকে ৩১ শে মার্চ অবধি চলমান সমস্ত অপ্রয়োজনীয় পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।  সংস্থাটির উদ্বৃতি অনুযায়ী, কেলানা জায়া এবং

 আমপাং / শ্রী পেটালিং এলআরটি লাইন, সুঙ্গাই বুলোহ-কাজাং এমআরটি, কুয়ালালামপুর মনোরেল, সানওয়ে বাস র‌্যাপিড ট্রানজিট এবং সমস্ত র‌্যাপিড কেএল, র‌্যাপিড পেনাং, র‌্যাপিড কুয়ান্তান, র‌্যাপিড কামুন্তিং, এবং র‌্যাপিড মঞ্জুনব বাস সার্ভিস যথারীতি চলবে। তবে, সঠিক ফ্রিকোয়েন্সি স্থাপন করা হয়েছে তা নিশ্চিত করার জন্য মনিটরিং করা হবে, প্রাসারানা গ্রুপের চিফ অপারেটিং অফিসার মুহাম্মদ নিজাম আলিয়াস এক বিবৃতিতে জানিয়েছেন।
তিনি ব্যাখ্যা করেছিলেন যে, এই ধরনের নজিরবিহীন

পরিস্থিতিতে চাহিদার পূর্বাভাস দেওয়ার কোন বিদ্যমান তথ্য নেই বলে পরে অবশ্যই ফ্রিকোয়েন্সিতে সামঞ্জস্য করতে হবে।

আরও পড়ুন টপ নিউজগুলো

ইতিহাসে এই প্রথম মালয়েশিয়ায় ১৪ দিনের জন্য জরুরী অবস্থা জারি, বিস্তারিত পড়ুন

তালাবদ্ধ ঘোষণায় আগামী ১৪ দিনের জন্য যে যে বিষয়গুলো মালয়েশিয়া প্রবাসীদের জানা দরকার।

সংস্থাটির মুখপাত্র মুহাম্মদ নিজাম যাত্রীদের আশ্বাস দিয়েছিলেন যে সমস্ত বিদ্যমান সুযোগ সুবিধাগুলো সবসময়ই কার্যকর রয়েছে। সরকার গতকাল রাতে "চলাচলের বিধিনিষেধ" আদেশের ঘোষণা দিয়েছিল যাতে আগামীকাল থেকে ৩১ শে মার্চ পর্যন্ত দুই-সপ্তাহের জন্য সমস্ত অপ্রয়োজনীয় কার্যক্রম বন্ধ রাখতে হবে।
এক্ষেত্রে স্থানীয় জন চলাচল নিষিদ্ধ নয় তবে গনজমায়েত সদৃশ সকল অনুষ্ঠান ও ধর্মীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.