মালয়েশিয়ায় প্রথমবারের মত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু। পড়ুন বিস্তারিত

বিশ্বের অন্যান্য দেশের মত মালয়েশিয়াতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর প্রকাশ করেছে


দেশটির সারাওয়াক রাজ্যের দুর্যোগ পরিচালনা কমিটির সচিব। আজ সকাল ১১টার দিকে সারাওয়াক জেনারেল হাসপাতালে ৬০ বছর বয়সী একজন প্রানঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, যিনি কুচিং এলাকার ইমানুয়েল ব্যাপিস্ট চার্চের একজন ধর্ম যাজক। ঐ ব্যক্তিটি কোথায় সংক্রমিত হয়েছে তা শনাক্ত করতে রাজ্য স্বাস্থ্য বিভাগ এখনো তদন্ত করে যাচ্ছে। ইতিমধ্যেই ১৯৩ জনের সাথে ঘনিষ্ঠ সংস্পর্শে

এসে আক্রান্ত হয়েছে এমন লোকগুলোকে তাদের নিজ বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সরওয়াক রাজ্যে আজ এগারো জন নতুন করে আক্রান্তের খবর নিশ্চিত করা হয়েছে এর মধ্যে কুচিং এ ৬ জন, লিম্বাং এ ৩ জিন এবং বেতং ও লাওয়াসে একজন করে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের সারাওয়াক হাসপাতালসহ

 করোনাভাইরাস চিকিৎসার জন্য আরও ২ টি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আরও জানানো হয়েছে যে, ৩৫ জন ব্যক্তির বিষয়ে তদন্ত রেকর্ড করা করা হয়েছে এবং ২০৪ জন রোগীর পরীক্ষা নিরীক্ষা শেষে ফলাফলের জন্য অপেক্ষায় আছেন।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.