পুরো মালয়েশিয়াতে এই প্রথম জুমার নামাজ হচ্ছেনা, সেলাঙ্গর রাজ্যে ১৭ই এপ্রিল পর্যন্ত জুমার নামাজ বন্ধ।

মালয়েশিয়ায় জন চলাচল ও গতিবিধি নিয়ন্ত্রণ আদেশের আজ ৩য় দিন। লকডাউন ঘোষণার পর আজই ১ম জুমার নামাজটি হচ্ছেনা।

আদেশের নিয়ম অনুযায়ী জুমার নামাজ বড় ধরনের একটি মুসলিম গনজমায়েত। তাই মালয়েশিয়ার ইসলামীক ফতোয়া বিশেষজ্ঞ কমিটি ও মালয়েশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী দেশটির রাজা ইয়াং ডি পারতুয়ান আগং এর নিকট সকল ধরনের ফতোয়া ও ধর্মীয় বিশ্লেষণগুলো পেশ করার পর রাজার পক্ষ থেকে ইতিবাচক ও নির্দেশমূলক সিদ্ধান্ত জানানোর পর থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত পুরো

 মালয়েশিয়া ব্যাপি জুমার নামাজসহ অন্যান্য নামাজের জামাত আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে ১৭ এপ্রিল পর্যন্ত জুমার নামাজসহ সকল মসজিদ বন্ধ ঘোষণা করেছেন  রাজ্যের সুলতান শরাফউদ্দিন ইদ্রিস শাহ। তবে ১৭ই এপ্রিল পর্যন্ত জুমার নামাজ বন্ধের বিষয়টি পুরো মালয়েশিয়া জুড়ে এখনো কার্যকর করা হয়নি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক কোন পদক্ষেপ নেয়া হয়নি। এর আগে মালয়েশিয়ার

 পারলিস রাজ্যে জুমার নামাজ স্থগিত করা হয়েছিল। যা ছিল মালয়েশিয়ায় প্রথম জুমার নামাজ বন্ধের সিদ্ধান্ত। এই ধরনের কঠোর ও কঠিন সিদ্ধান্ত আরব দেশগুলোতেও ইতিমধ্যেই নেয়া হয়েছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.