ফেসবুকে নরেন্দ্র মোদিকে কটুক্তি করার দায়ে ময়মনসিংহে যুবক গ্রেফতার


ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ এবং বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীদের মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে নরেন্দ্র মোদির আগমন নিয়ে চলছে ক্ষোভ, হুমকি ধামকি। নরেন্দ্র মোদিকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রল করা হচ্ছে পাশাপাশি সরকারের উচ্চ পর্যায়ের

নেতা মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা চলছে ব্যপকভাবে। ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় কারাগারে পাঠানো হয়েছে ময়মনসিংহের এক যুবককে। গতকাল ৪ই মার্চ ( বুধবার) মুক্তাগাছা উপজেলার আটানি বাজার  এলাকা থেকে আই সি টি আইনে এমদাদুল হক মিলন নামের ঐ যুবককে আটক করেছে পুলিশ। জানা গেছে ঐ যুবক আটানিবাজার

মোড়ে অবস্থিত মাইশা মেডিসিন কর্নার নামের একটি ওষুধ দোকানের মালিক। পুলিশের তথ্যমতে, মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে সরকারের আমন্ত্রণ জানানোর বিরুদ্ধে এমদাদুল হক মিলন বিগত কয়েকদিন ধরেই ফেসবুকে নানা ধরনের অপপ্রচার ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন আজেবাজে কথা তার ফেসবুক আইডি থেকে পোস্ট করে আসছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগমন্ত্রী জনাব ওবায়দুল কাদেরকে নিয়েও নানা রকম কুরুচিপূর্ণ ও ব্যাঙ্গাত্মক কথাবার্তা রটিয়েছিলেন।
তাকে গ্রেপ্তারের বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, এমদাদুল হক মিলনের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী বিচারিক কার্যের জন্য তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.