বাড়ানো হয়নি মালয়েশিয়া লকডাউন, সিদ্ধান্ত আগামী ১০ এপ্রিলের মধ্যেই নেয়া হবেঃ স্বাস্থ্য মহাপরিচালক।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ই সিদ্ধান্ত নেবে যে, চলাকালীন লকডাউন বা গতিবিধি নিয়ন্ত্রণ আদেশ (এমসিও) আবারও বাড়ানো হবে কিনা। তবে স্পষ্ট করে



বলা হয় যে,  দেশজুড়ে করোনায় আক্রান্ত হওয়ার সকল তথ্য উপাত্ত যাচাই-বাছাই ও বিশ্লেষণের মাধ্যমে আগামী ১০ এপ্রিলের মধ্যে এই সিদ্ধান্ত নেয়া হবে৷
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডাতক ডাঃ নূর হিশাম আবদুল্লাহ বলেছেন, তারা সকল পরিস্থিতি বিশ্লেষণের ও পর্যবেক্ষণ করে জানিয়েছে যে মালয়েশিয়ানদেরকে ও বসবাসরত সকল বিদেশিদের তাদের আরও

কার্যকরী ভূমিকা পালন করতে হবে। লকডাউন বাড়ানো হবে তবে আমাদের বর্তমান পরিস্থিতি ম্র সমস্ত ডেটা বা তথ্য উপাত্ত দ্বারা তা করা হবে। তিনি জোর দিয়ে বলেন, আমি এখনি অগ্রীম কিছু বলতে পারিনা তবে বিজ্ঞান সম্মত বিশ্লেষণ এবং তথ্য উপাত্ত ও ক্লাস্টার বা গনজমায়েতগুলোর আক্রান্ত হওয়ার সমস্ত প্রমানাদির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।
গতকাল শনিবার (৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে

আরও পড়তে ক্লিক করুন 👇
👇মালয়েশিয়াতে লকডাউন না থাকলেও আগামী ৬ মাস পালন করতে হবে কঠোর নিয়ম, শীঘ্রই সরকারি ঘোষণা আসছে
👇
মালয়েশিয়াতে গ্রেফতার আতংকে আদেশ মানছে সবাই, মাত্র ১৮ দিনে ৫'১২৫ জন গ্রেফতার। গ্রেফতার করতে প্রস্তুতঃ পিডিআরএম
👇
মালয়েশিয়াতে আবারও লকডাউন বাড়ানোর আলোচনা, কয়েক লক্ষ শ্রমিককের জীবন বিপন্ন হওয়ার আশংকা।

 তিনি বলেছিলেন, "আমরা আশা করি যে ১০ এপ্রিলের মধ্যে লকডাউন বাড়ানোর বিশেষ সিদ্ধান্ত নিতে আমরা সকল তথ্য উপাত্ত আমাদের হাতে এসে পৌঁছাবে। সুতরাং আমরা তখনই জানাবো, তবে সকল মন্ত্রণালয় ও কেবিনেটে মিটিং চলমান রয়েছে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত সবার সাথে আলোচনার পরই নেয়া হবে। তিনি বলেন, মালয়েশিয়ার সবাইকে ঘরে বসে থাকতে, হাত ধোয়ার মতো ব্যক্তিগত স্বাস্থ্যবিধি চালিয়ে যাওয়ার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে উৎসাহিত করেন৷

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.