আলহামদুলিল্লাহ, মালয়েশিয়াতে আজও ২৩৬ জন সুস্থ হয়েছেন, নতুন আক্রান্ত ১৩১ জন, মৃত্যুর হারও কমেছে।

পুরো মালয়েশিয়া জুড়ে করোনা প্রতিরোধে ঘোষিত লকডাউন চলছে খুবই কঠোরভাবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রায় ৯৯% মানুষকে লকডাউনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে যার ফলে আক্রান্তের হারও কমে গেছে। অপরদিকে সুস্থতার

 হার বেড়েছে অনেক। আজ আক্রান্তের চেয়েও সুস্থতার সংখ্যা বেশি। উল্লেখ্য মালয়েশিয়াতে বিভিন্ন গনজমায়েতের ফলে আক্রান্তের হার বেড়ে যাওয়ার ফলে সরকার কঠোর পদক্ষেপ নেয়ার পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ও সর্বদা শক্ত অবস্থানে রয়েছেন। প্রতিদিন যুদ্ধ করে যাচ্ছে হাজার হাজার ডাক্তার নার্স ও ফ্রন্টলাইনে থাকা বিভিন্ন সেচ্ছাসেবী৷ প্রতিদিনের সকল গুরুত্বপূর্ণ আপডেট বিভিন্ন সাংবাদিক সম্মেলনে একের পর এক প্রকাশ করে যাচ্ছেন স্বাস্থ্য মহাপরিচালক ডাঃ নুর হিশাম আব্দুল্লাহ। মালয়েশিয়া তে আজও নতুন করে আক্রান্তের খবর স্থানীয় সময় বিকাল ৫ টার সাংবাদিক সম্মেলনে প্রকাশ করেছেন স্বাস্থ্য মহাপরিচালক ডাঃ নুর হিশাম। আজ

 (সোমবার ৬ই এপ্রিল) আরও নতুন ১৩১ জন আক্রান্ত হয়েছেন যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩৭৯৩  জনে এসে পৌঁছেছে। মালয়েশিয়ার জাতীয় বীর খ্যাত স্বাস্থ্য মহাপরিচালক ডাঃ নুর হিশামের দেয়া তথ্য অনুযায়ী আজ ২৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এবং সেই সাথে এই পর্যন্ত মোট ১২৪১ জন সুস্থ হয়েছেন। হিসেব অনুযায়ী ২৫৫২ জন রোগী হাসপাতালে বর্তমানে  জন চিকিৎসাধীন রয়েছেন। যা খুবই আশার আলো দেখিয়েছে মালয়েশিয়ায় বসবাসকারীদের মনে।

প্রতিদিন সুস্থ হওয়ার ফলে মোট আক্রান্তের সংখ্যা ও চিকিৎসাধীন রোগীর আনুপাতিক হার কমে গেছে। এটা খুবই ভালো একটা দিক বলে অবিহিত করেন তিনি।

তবে অন্যান্য দিনের মত আজ করোনায় খুব বেশি আক্রান্ত হয়নি, তবে একজন আক্রান্ত হওয়ার বিষয়ে জানিয়েছে স্বাস্থ্য মহাপরিচালক এবং মোট মৃতের সংখ্যা ৬২ তে এসেছে।

আরও পড়তে ক্লিক করুন👇

বড় শ্রমবাজারগুলোর কয়েকটি দেশ অবৈধ কর্মীদের ফেরত পাঠিয়ে দিবে। বিপদে লক্ষ শ্রমিক, বিপদে বাংলাদেশ।
👇
লকডাউনে জেলে পাঠানো হবে না, গ্রেফতার করেই শাস্তি দেবে পুলিশ, মন্ত্রী পর্যায়ের বিশেষ কমিটির আলোচনা। ঘোষণা আসছে শীঘ্রই
👇
প্রবাসীরা সাবধান!!! মালয়েশিয়াতে আক্রান্ত হতে পারে ৪০ হাজার, তালিকা করেছে মালয়েশিয়ার পুলিশ।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.