অবশেষে দেশে ফিরেছেন মালয়েশিয়ার বিরুদ্ধে সাক্ষাৎকার দিয়ে গ্রেপ্তার হওয়া রায়হান কবির।



মালয়েশিয়ার বিরুদ্ধে আল জাজিরার প্রতিবেদনে সাক্ষাৎকার দেয়া বাংলাদেশি প্রবাসী রায়হান কবিরকে গতকাল রাতে বাংলাদেশে পাঠানোর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

গতকাল (শুক্রবার)  রাত ৯ টার আগেই তাকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসেন ইমিগ্রেশন কর্মকর্তারা। রায়হান কবির তার সাথে থাকা ছোট ব্যাগটি কাঁধে নিয়ে ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার আগেই একদল সাংবাদিকদের প্রতি তিনি হাত নাড়িয়ে অভিবাদন জানাতে সক্ষম হন।
এসময় তার হাতে ইমিগ্রেশন বিভাগের নিয়ম অনুযায়ী হাতকড়া পড়ানো ছিলো। তবে তার হাতে হাতকড়া পড়ানোর দৃশ্য দেখে প্রবাসীদের মাঝে ভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।



মালয়েশিয়ার ইমিগ্রেশনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর
গতকাল রাত স্থানীয় সময় ১১টায় মালয়েশিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। বাংলাদেশ সময় রাত ১ টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তিনি।

এদিকে বিমানবন্দরে রায়হানের পরিবারের পক্ষ থেকে তার জন্য অপেক্ষা করছে বলে জানা গেছে। প্রায় এক মাসেরও বেশি সময় অপেক্ষার পর অবশেষে রায়হান তার পরিবারের কাছে পৌঁছাতে পেরেছেন।

মালয়েশিয়ায় থাকা বাংলাদেশী ও অন্যান্য প্রবাসীদের মনেও রায়হানকে দেশে আসতে দেয়া নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা ও কৌতূহল ছিলো।  অন্যান্য দেশের প্রবাসীদের পক্ষ থেকে রায়হানকে মুক্তি দিয়ে দেশে ফিরিয়ে নেয়ার দাবীও সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করা গেছে।


 ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল যাইমি বিন দাউদ এর আগে ঘোষণা করেছিলেন যে মোঃ রায়হানকে তার নিজ দেশে পাঠানোর সময় মালয়েশিয়ায় আজীবনের জন্য কালো তালিকাভুক্ত করা হবে। অর্থাৎ তিনি আর কখনো মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন না।

1 comment:

Theme images by Dizzo. Powered by Blogger.