মালয়েশিয়ায় কোম্পানির বিরুদ্ধে থানায় মামলা করেছেন ৯ জন শ্রমিক



মালয়েশিয়ায় ৯ জন শ্রীলঙ্কান শ্রমিক তাদের কোম্পানির বিরুদ্ধে বেতন প্রদান না করার অভিযোগে পুলিশ রিপোর্ট করেছেন।

পেনাং ও কুয়ালালামপুরে একটি জনপ্রিয় সিনেমা হলের ক্লিনার হিসাবে কর্মরত নয় জন শ্রীলঙ্কার নাগরিককে গত ছয় মাস ধরে তাদের বেতন পরিশোধ করতে ব্যর্থ হওয়ার অভিযোগে এই পুলিশ রিপোর্ট দায়ের করেছেন তারা।

 মালয়েশিয়ার সেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠন পার্টি সোশালিস মালয়েশিয়ার (পিএসএম) উপ-চেয়ারপারসন এস আরুতচেলভান এবং তার বেশ কয়েকজন সদস্যের সাথে তারা আজ ইউএসজে ৮ থানায় একটি প্রতিবেদন দায়ের করেছে।

তাদের মালিক বা নিয়োগকর্তার কাছে বেতন সম্পর্কে জানতে চাইলে ঐ মালিক তাদেরকে হোস্টেল থেকে লাত্থি মেরে বের করে দেয়ার মত ঘটনারও অভিযোগ করেন তারা।

পরে মামলাটি গ্রহন করে সুষ্ঠু তদন্তের আশ্বাস দেয়া হয়েছে। মালিকের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসা হবে বলে জানানো হয়।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.