কমছে মালয়েশিয়া রিঙ্গিতের দাম, এক পলকে দেখে নিন কোন ব্যাংকে কত রেট

 



প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগন, আজ ৩রা অক্টোবর ২০২০ ইং, দেখে নিন আজকের মালয়েশিয়াতে বিভিন্ন ব্যাংকের আজকের রিঙ্গিত বিনিময় রেট। উঠানামার মধ্যে রয়েছে মালয়েশিয়ার রিঙ্গিতের দাম। তবে গত কয়েকদিন মালয়েশিয়া রিঙ্গিতের দাম কমে গেলেও তা আবার বাড়লেও আজ একটু কমেছে রিঙ্গিতের দাম। যারা মালয়েশিয়া আছেন তারা দেখে নিন আজ মালয়েশিয়ার কোন রেমিট্যান্স ব্যাংক কত টাকা রেট দিচ্ছে।


প্রতি রিঙ্গিতে বাংলাদেশি টাকায় কত করে দিচ্ছে।

প্রিয় প্রবাসী ভাইগন, তথাকথিত হুন্ডি একটা অবৈধ পন্থা, এই অবৈধ পথে টাকা পাঠাবেন না কারণ আপনার টাকার গ্যারান্টি নেই, আজ দিবে বলে কয়েকদিন ঘুরায়, অনেক সময় টাকা খোয়া যায়, প্রতারক দালালরা টাকা নিয়ে পালিয়ে। আপনারা ব্যাংকের মধ্যমে বাংলাদেশে টাকা পাঠান এতে আপনার টাকার গ্যারান্টি আছে, তাছাড়া ২% প্রনোদনা তো আছেই।


মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকের রেমিট্যান্স রেট👉



মার্চেনট্রেড ই রেমিট রেট = ২০.২৫ টাকা


আই'এম'ই/রিয়া = ২০.৩৫ টাকা


সিবিএল মানি ট্রান্সফার = ২০.৩৫ টাকা


ভ্যালইউ/Valyou = ২০.২৫টাকা


ওয়েস্টার্ন ইউনিয়ন =   ২০.১৫ টাকা


এছাড়াও সিবিএল মানি ট্রান্সফার দিচ্ছে ৩% প্রনোদনা।


প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা বিনিময় মূল্য (রেট) জেনে দেশে টাকা পাঠাতে পারেন। সে ক্ষেত্রে আমাদের ওয়েব সাইট বা আপনার নিকটস্থ রেমিট্যান্স প্রেরণকারী ব্যাংক হতে টাকার রেট জেনে নিতে পারেন। সবাই সবসময় মনে রাখবেন, যেকোন সময় মুদ্রার রেট উঠা-নামা করতে পারে। নতুন নতুন খবর পেতে সবসময় সঙ্গে থাকুন। 


করোনা মহামারী আগে মালয়েশিয়ার রিঙ্গিত বাংলাদেশি টাকায় প্রায় ২১ টাকা ছুঁই ছুঁই। ২১ টাকার উপরেও উঠেছিল প্রতি রিঙ্গিত বিনিময় রেট। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ধীরে ধীরে কমে গেছে মালয়েশিয়া রিঙ্গিতের দাম। 


শুধু মালয়েশিয়াই নয় এই প্রভাব পড়েছে প্রায় বিশ্বের সকল দেশে। 

গেল মার্চের ১০ তারিখ পর্যন্ত মালয়েশিয়া রিঙ্গিতের দাম ২০ টাকার মধ্যে থাকলেও পুরো করোনা প্রকোপের সময়কালে প্রতি রিঙ্গিতের দাম ১৯ টাকার ঘরে ছিলো তবে এর আগের স্বাভাবিক সময়ে ১৮টাকার নিচে নেমা যাওয়ার রেকর্ড থাকলেও করোনাকালীন দসময়ে কিন্তু তা হয়নি। মালয়েশিয়া কোভিড-১৯ পরিস্থিতি এখন প্রায় স্বাভাবিক পর্যায়ে চলে আসলেই থেমে নেই আক্রান্তের সংখ্যা।  আর রিঙ্গিতের দামও কিন্তু থেমে নেই বাড়ছে ধীরে ধীরে।


 বিগত ৫ মাস ১৯ টাকা থাকলেও ৩১ জুলাই থেকে আবারও ২০ টাকার ঘরে এসে দাঁড়িয়েছে প্রতি রিঙ্গিতদের দাম। এই রিঙ্গিতের দাম ধীরে ধীরে বাড়ায় প্রবাসীদের মনেও খুশির ভাব লক্ষ্য করা গেছে। কারণ করোনা পরিস্থিতিতে বেশিরভাগ প্রবাসীই আর্থিক সমস্যায় ছিলেন।


No comments

Theme images by Dizzo. Powered by Blogger.