সকল প্রবাসী ভাইগন এই বিষয় গুলোতে সতর্ক হোন আজই


সম্প্রতি মালয়েশিয়ার টিভি চ্যানেলগুলোতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খুবই ফলাওভাবে প্রচার করা হয়েছে আর সেগুলো  হচ্ছে,
★মালয়েশিয়াতে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে কিছু মানুষ দিনের পর দিন ব্যাঘাত ঘটাচ্ছে।
★যেখানে সেখানে থুতু এবং কাশ দিয়ে কফ ফেলা।
★পান খেয়ে যত্রতত্র পানের পিক ফেলানো।
★অপরিস্কার ও অপরিচ্ছন্ন থাকা
★অযথা চেঁচামেচি ও চিৎকার করে কথা বলা
★মারামারি করা।
★ লিফট, বাস, ট্রেন ইত্যাদিতে উঠা নিয়ে হুড়াহুড়িতে করা এবং সিরিয়াল ভঙ্গ করা।
★অযথাই যেকোনো বিষয়ে স্থানীয়দের সাথে তর্ক করা এবং খারাপ আচরণ করা।
★স্থানীয় স্কুল ও কলেজ পড়ুয়া মেয়েদের বিভিন্ন কুপ্রস্তাব ও ইভটিজিং করা।
★ মহিলা ও মেয়েদের সামনে খারাপ অঙ্গভঙ্গি করা এবং নির্জন কোথাও একা দেখলে লজ্জাস্থান বের করে দেখানো।
★ মালয়েশিয়ার আইন কানুন না বিভিন্ন ধরনের ব্যবসা করা।
★অবৈধদের ধরার জন্য ইমিগ্রেশন অভিযান দিলে বিভিন্নভাবে তাদের পালিয়ে যেতে সাহায্য করা।
এগুলো ছাড়াও আরো বিভিন্ন বিষয় নিয়ে মালয়েশিয়ার টিভি চ্যানেলগুলোতে বেশ ফলাও ভাবে প্রচার করা হয়েছে।

তবে দুঃখের বিষয় হচ্ছে, এই সকল কাজের বেশিরভাগই বাংলাদেশীরা করে বলে প্রতিবেদন গুলোতে বলা হয়েছে। মালয়েশিয়ানরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাংলাদেশীদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছে।
আর সেটাই এখন টিভিগুলোতে নিউজ করা হচ্ছে।
এইসব অপকর্মে গুলো যে শুধু বাংলাদেশীরা করে তা কিন্তু নয়, মালয়েশিয়াতে থাকা প্রত্যেক জাতির মধ্যেই এই স্বভাব গুলো রয়েছে।
তবে আমাদের দেশের মানুষের মধ্যে নিয়মকানুন ভঙ্গ করার প্রবনতাটা খুবই বেশি যা আমি নিজের চোখেও অনেক দেখেছি, এটা অস্বীকার করারও কিছু নেই কারণ এই কাজগুলো আমাদের দ্বারাও হচ্ছে প্রতিনিয়ত।
সকল মালয়েশিয়া প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ থাকবে, মালয়েশিয়াকে নিজের দেশ মনে করে এইসব কাজ করতে যাবে না, পরিনামে হেস্তনেস্ত হতে পারেন, পেতে পারেন শাস্তি ও, আর সেই লক্ষেই এসব টিভি রিপোর্ট।
সবাই মালয়েশিয়ার নিয়মকানুন গুলো মেনে চলুন,  অন্য দেশের শ্রমিকরা কি করছে না করছে সেটা না দেখে আপনি ভালোভাবে চলুন। নিজের দেশের সম্মান রক্ষার্থে কাজ করুন।
ভালভাবে থাকুন, বৈধ থাকুন, নিরাপদে কাজ করুন, সুস্থভাবে থাকুন এই কামনায়।
Article by: Md Sarowar Hossain (Admin)

Follow me on Facebook 👉
https://www.facebook.com/hossain.b.sarowar


Follow our Facebook page👉
https://www.facebook.com/ovibashi/

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.