৭ জন বাংলাদেশীসহ গতকাল আবারও আটক ১৮ জন অবৈধ অভিবাসী।

মালয়েশিয়ার পেরাক স্টেট ইমিগ্রেশন বিভাগ সেখানকার বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে (PDRM, JPJ, AADK, Jas)  সাথে নিয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানটি পেরাকের সাউথ নর্থ হাইওয়ে তে চালানো হয়।



পেরাক রাজ্যের ইমিগ্রেশন বিভাগের প্রধান জনাব কমল উদ্দিন বিন হাজী ইসমাইল বলেন, রাজ্যের ইমিগ্রেশন বিভাগের ১৩ জন ইমিগ্রেশন কর্মকর্তা এই অভিযানে অংশ নেন। এই অপারেশনটি ৯.৪৫ মিনিট থেকে দুপুর ১২ টা পর্যন্ত চলে। এই অভিযানে স্থানীয় ও সকল দেশের অভিবাসীসহ ১০৩ সর্বমোট জনকে যাচাই-বাছাই করা হয়। পরে তাদের মধ্য থেকে ১৮ জনকে আটক করে ইমিগ্রেশন বিভাগ।

 আটককৃতদের মধ্যে ৭ জন বাংলাদেশী,  ৩ জন মিয়ানমার,  ৩ জন ইন্দোনেশিয়ান,  ২ জন ভারতীয়, ২ জন নেপালী এবং ১ জন শ্রীলঙ্কান রয়েছেন।
তাদের বয়স ২৬ থেকে ৫০ বছরের মধ্যে।

পুরো অভিযানটি পেনাং টু কুয়ালালামপুর মহাসড়ক জুড়ে হয়। যখন এই অভিযানটি চলছিল, তখন গাড়ির ভিতর থাকা কয়েকজন অফিসারের নজর এড়ানোর চেষ্টা করে সিটের নিচে লুকায়। কিন্তু তাদের ঐ চেষ্টা সফল হয়নি, অফিসারের চোখ ফাঁঁকি দিতে পারেনি তারা। এই সময় তাদের মালয়েশিয়ান আইন অনুযায়ী বিভিন্ন অপরাধের সাথে সাথে বৈধ কাগজপত্র ও অতিরিক্ত সময় বসবাস করার জন্য গ্রেফতার করে।

ইমিগ্রেশন এর পেনাং মুখপাত্র বলেন, আমরা স্থানীয়দের সবসময়ই আহবান জানাই তারা যেন অবৈধভাবে অবস্থানকারীদের বিষয়ে তাদের ইনফরমেশন দেয় সেই অনুযায়ী ইমিগ্রেশন বিভাগ ব্যবস্থা নিয়ে আসছে, এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। ইমিগ্রেশন বিভাগ যে কোন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তৎপর এবং সম্পূর্ণ আপোষহীন।


Article by: Md Sarowar Hossain 

Follow our Facebook page👉
https://www.facebook.com/ovibashi/


No comments

Theme images by Dizzo. Powered by Blogger.