মালয়েশিয়ানদের অভিযোগে ইমিগ্রেশন রেইড, ১৩ জন অভিবাসী আটক।

পুত্রাজায়া ইমিগ্রেশন বিভাগ এর ব্যাক্তিগত একটি টিম পুচং এবং পুত্রাজায়ায় কার ওয়াশ, নার্সিং হোম এবং ফুলের দোকানে গতকাল অভিযান চালায়।

এই এলাকা ২টি তে অভিবাসী শ্রমিকদের ডাম্পিং করার জন্য অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। প্রাথমিক ভাবে চেক করার জন্য ২ জন মালয়েশিয়ান ও ১৩ জন অভিবাসীকে  আটক করা হয়।

পরে তাদের বিস্তারিত তদন্তের সাপেক্ষে অভিবাসন আইন অনুযায়ী ১৩ জন বিদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়। যাদের মধ্যে ৫ জন ইন্দোনেশিয়ান, ৪ জন ভারতীয় ও জন বাংলাদেশী রয়েছে।


 গ্রেপ্তারকৃত সকল অভিবাসীকে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য পুত্রাজায়ায় নেয়া হয়। তারপর দেশের বিদ্যমান আইন অনুসারে আরও বিশেষ তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তর করা হয়।

Source: Jabatan Immigration Malaysia


Follow our Facebook page👉
https://www.facebook.com/ovibashi/



No comments

Theme images by Dizzo. Powered by Blogger.