জঙ্গলেও পালিয়েও যেন রক্ষা নেই, এবার বিভিন্ন জঙ্গলে অভিযান দিচ্ছে ইমিগ্রেশন, ৩২ জন গ্রেফতার

জঙ্গলে ইমিগ্রেশনের আটকের দৃশ্য   

প্রতিবেদকঃ মোঃ সারোয়ার হোসেন (অভিবাসী কন্ঠ)
তারিখঃ ২৩শে জানুয়ারী ২০২০

চলতি বছরের ১ম দিন থেকেই পুরো মালয়েশিয়া জুড়ে একের পর এক ব্যাপক ধড়-পাকড় অভিযান চালিয়ে যাচ্ছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বিভিন্ন কারখানা, ফ্যাক্টরি, মুদি দোকান, মেসেজ পার্লার, হোটেল, রেস্টুরেন্টসহ বিদেশি শ্রমিকদের অবস্থান যেসব স্থানে সেসব স্থানে অভিযান দিচ্ছে। ২০২০ সালে ইমিগ্রেশন বিভাগ থেকে ৭০ হাজার অবৈধ অভিবাসীকে আটক করার টার্গেট নিয়েছে ইমিগ্রেশন।  তারই ধারাবাহিকতায়

একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে ইমিগ্রেশন।  যাদের ভিসা আছে মূল কোম্পানিতে অবস্থান না করে অম্য কোম্পানিতে কাজ করলেও আটক হয়ে যাচ্ছেন অনেকেই। যাদের ভিসা নেই, তাদের অনেকেই গ্রেফতার থেকে বাঁচতে নিরাপদ জায়গায় আশ্রয় নিচ্ছেন, কেউ কেউ শহর এলাকা গুলো থেকে গ্রামের নির্জন এলাকাগুলোতে চলে যাচ্ছেন, কেউ তাদের নিকটতম আত্মীয়দের কাছে ছুটে যাচ্ছে একটি নিরাপদে থাকার আশায়, আবার কেউ আশ্রয় নিচ্ছেন জঙ্গলে, মাচা তৈরি করে, প্লাস্টিকের বেড়া দিয়ে কোনমতে মাথা গোজার ব্যবস্থা করে নিচ্ছেন কিন্তু জঙ্গলে এভাবে আশ্রয় নিয়েও

যেন রক্ষা নেই। গ্রেফতার থেকে বাঁচতে পারছেন না। ইমিগ্রেশন গভীর জঙ্গলেও হানা দিচ্ছে। গতকাল মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের কুয়ালা নেরুসের একটি গ্রাম্য এলাকার জঙ্গলে আশ্রয় নেয়া ৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তেরেঙ্গানু রাজ্যের ওই এলাকার আরও ১৫টি জায়গায় অভিযান চালিয়ে ১১৯ জনের কাগজ পত্র যাচাই-বাছাই করার পর ২৭ জনকে গ্রেফতার করে ইমিগ্রেশন।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.