সিঁড়ির নিচে ও দেয়ালের চিপা থেকেও খুজে বের করল ইমিগ্রেশন, কোথাও লুকিয়ে শেষ রক্ষা পাচ্ছেনা,

ইমিগ্রেশন অভিযানে সিঁড়ির নিচে পালানোর চেষ্টা

কুয়ালা তেরেঙ্গানুর একটি নির্মানাধীন প্রজেক্টে গতকাল মালয়েশিয়া ইমিগ্রেশন এর একটি দল অভিযান চালায়। উক্ত অভিযানের সময় ঐ প্রজেক্টে আশ্রয় নেয়া অবৈধ অভিবাসীরা এদিক সেদিক পালানোর চেষ্টা করে। যে যেখানে সুযোগ পেয়ে পালানোর সর্বোচ্চ চেষ্টা করেছে।

কেউ সিঁড়ির নিচে, কেউ ওয়াল এর নিচে, কেউ বড় পাটাতন এর নিচে, কেউ দেয়ালের চিপায় পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। চৌকষ অফিসারগণ তাদের সবাইকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তেরেংগানু ইমিগ্রেশন বিভাগের উপ-পরিচালক মালিক জালিমন ডেরামান জানান, অপ্স সাপু নামক অভিযানটির একযোগে সকাল নয়টায় শুরু হয়েছিল এবং দুপুর ২ টায় তেরেংগানু ইমিগ্রেশন বিভাগের প্রধান মোহাম্মদ মুদার নেতৃত্বে ১৬ সদস্যের সমন্বয়ে শেষ হয়েছিল।

উক্ত অভিযানের সময়, নয় জন স্থানীয় সহ 38 জনকে পরীক্ষা করা হয় এবং এর মধ্যে 25 জনকে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মোট ১১ জন বাংলাদেশি, দুই ইন্দোনেশিয়ান এবং ১২ জন পাকিস্তানী পুরুষ রয়েছেন।

 তিনি বলেন, আটককৃত সবাইকে বিস্তারিত তদন্তের জন্য ইমিগ্রেশন ডিপো, আজিল, হুলু তেরেংগানুতে প্রেরণ করা হয়েছে।

 সূত্র: সিনার হারিয়ান মালয়েশিয়া

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.