রাস্তায় বের হতে সাবধান! রবিবার থেকে বিশেষ অভিযানে নামবে মালয়েশিয়ার সেনাবাহিনী

মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী আগামী রবিবার থেকে বেসামরিক আইনশৃঙ্খলায় নিয়োজিত কর্তৃপক্ষকে সহায়তা করতে মাঠে নামবে।

গতকাল মালয়েশিয়ার সিনিয়র প্রতিরক্ষামন্ত্রী উর্ধতন মন্ত্রীদের সাথে নিয়ে একটি বিশেষ বৈঠকে এই প্রস্তাব দিয়েছিলেন। তখন বলা হয়েছিল যে আর্মি মাঠে নামানোর মত পরিস্থিতি তৈরী হওয়ার আগেই নয়, আপাতত পুলিশ বাহিনী তাদের দায়িত্ব পালন করুক এই ক্ষেত্রে পুলিশ যদি লকডাউন নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে

পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী সকল ধরনের সহায়তা করার জন্য মাঠে নামবে। তারই প্রেক্ষিতে আজ আরেকটি বৈঠকে অবশেষে এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে এটা কোন জরুরী অবস্থা বা ইমার্জেন্সি কার্যক্রমের কোন অংশ দেশের সেনাবাহিনীর পুলিশকে তাদের সকল কার্যক্রমে সাহায্য করবে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানানো হয়।
বর্তমানে পুলিশ সাধারণ জনগণের প্রতি শ্রদ্ধাশীল থেকে এই লকডাউন পরিস্থিতি কিভাবে মোকাবিলা করবে সে বিষয়ে অবগত করার পাশাপাশি সকল নাগরিকদের বাসায় অবস্থান করার জন্য তাগিদ দিচ্ছেন। কোন নাগরিক বাইরে বের হলে তার সঠিক জবাব নিচ্ছেন এবং দলবদ্ধ কাউকে দেখলে কঠোর হুশিয়ারি দিয়ে তাদের সাবধান করে দিচ্ছেন। ক্ষেত্র বিশেষে গ্রেফতার করার খবরও প্রকাশ করা হয়েছে।

এদিকে সিনিয়র প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরির ইসমাইল সাবরি ইয়াকুব অনেকটা ক্ষোভ প্রকাশ করে বলেন, গতকাল ইয়াং ডি পারতুয়ান আগং কর্তৃক সিদ্ধান্তক্রমে মালয়েশিয়ার সেনাবাহিনী মাঠে নামবে, দেশে জরুরি অবস্থা জারি হবে, সেনাবাহিনী পুরো দেশে তাদের অপারেশন চালাবে, কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় হেলিকপ্টারে করে সারাদেশে

জীবাণুনাশক স্প্রে করবে এমন একটি খবর ছড়িয়ে দেয়া হয় যা পুরোটাই ভিত্তিহীন বানোয়াট এবং সরকারের প্রকৃত দায়িত্ব পালনে বেঘাত ঘটানোর উদ্দেশ্যে এমন গুজব তথ্য বিভিন্ন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জনগণকে এই ধরনের তথ্য বিশ্বাস না করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ ও দেশের সকল উল্লেখযোগ্য টিভি ও নিউজগুলা অনুসরণ করার তাগিদ দিয়েছেন সিনিয়র এই প্রতিরক্ষামন্ত্রী।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.