প্রবাসীরা সাবধানে থাকুন! ২ হাজারের ও বেশি আক্রান্ত মালয়েশিয়ায়, আজও আরও ২৩৫ জন আক্রান্ত, ৩ জনের মৃত্যু।

মালয়েশিয়াতে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা যেন কমছেইনা। দিন দিন এমন অবস্থা হচ্ছে যে পরিস্থিতি

ভয়ানক পর্যায়ে চলে গেছে, হাসপাতালে রোগীর চিকিৎসা ও করোনা টেস্ট করতে হিমশিম অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এখনো পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিকিৎসা সেবার কোন ত্রুটির রাখা হয়নি এবং  জনগণের পক্ষ থেকেও কোন অভিযোগ পাওয়া যায়নি। প্রতিদিন আক্রান্তের খবর প্রকাশ করে যাচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে নতুন আরও ২৩৫ জনের কোভিড-১৯

 পজিটিভ ধরা পড়েছে। মোট আক্রান্তের সংখ্যা এই পর্যন্ত ২০৩১ জনে এসে পৌঁছেছে। নতুন ২৩৫ জন আক্রান্তের মধ্যে বেশিরভাগই সেরি পেতালিং মসজিদে তাবলীগ ইজতেমার সাথে জড়িত ছিল যেখানে এখনো অনেকের কোভিড-১৯ টেস্ট ফলাফলের অপেক্ষায় রয়েছে। এদিকে, বেশ কয়েক জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা দেয়া হয়েছে যাদের বেশিরভাগই শ্বাসকষ্টজনিত সমস্যায় তীব্রভাবে

 আক্রান্ত। শ্বাসপ্রশ্বাসের জন্য সকল ধরনের জরুরী সেবা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে, আজকের মৃত্যু হার গতকালের চেয়ে বেশি গতকাল মৃত্যুর সংখ্যা একজন থাকলেও আজ ৪ জন মৃত্যু খবর প্রকাশ
করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই পর্যন্ত মালয়েশিয়ায় ২৩ জন কোভিড-১৯ এ মহামারি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

আরও পড়ুন
👇
কুয়ালালামপুরে ৪০০ শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষার পর বাংলাদেশীসহ ১০ জনকে গৃহবন্দী বা কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
👇
মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের এখন আর গ্রেফতার করা হবেনা বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী
👇
আমি জানি, আপনি বিব্রতবোধ করছেন, এ ছাড়া আমার আর কিছুই করার নেইঃ মহিউদ্দিন ইয়াসিন
👇
মালয়েশিয়ার এই অঞ্চলগুলোতে প্রতিটি দরজা থেকে দরজায় ড্রোন ব্যবহার শুরু করেছে সশস্ত্র বাহিনী

এদিকে আজ দুপুর পর্যন্ত ১৬ জন সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। এখনো পর্যন্ত মোট ২৫১ জন সুস্থ হয়েছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.