মানবসম্পদমন্ত্রীর উদ্যোগে বিভিন্ন আক্রান্ত দেশ থেকে মালয়েশিয়ানদের ফিরিয়ে আনা হচ্ছে।

ইতালি, ইরান, ইন্ডিয়া, ইউক্রেনসহ বেশকিছু দেশে জীবন ঝুঁকিতে থাকা মালয়েশিয়ান নাগরিকদের ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো।

ইন্ডিয়াতে অবস্থানরত ১০৭৫ জন মালয়েশিয়ান সেদেশে মালয়েশিয়ার এম্বাসি বা মিশনে গিয়ে ভিড় করছে মালয়েশিয়া ফিরে আসার জন্য। ইন্ডিয়াতে থাকা সকল মালয়েশিয়ান খুবই শংকার মধ্যে আছে বলেও জানানো হয়েছে৷ এদিকে মালয়েশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী এবং মানবসম্পদ মন্ত্রণালয়ের এম সারাভানান এর সাথে একটি প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত বিবরণ তুলে ধরেন। ইন্ডিয়াসহ অন্যান্য দেশগুলোতে আটকে থাকা মালয়েশিয়ানদেরকে কিভাবে নিজ দেশে ফিরিয়ে আনা যায়।

 উপ-পররাষ্ট্রমন্ত্রী দাতুক কামরুদ্দিন জাফর বলেছেন ভারত এবং মালয়েশিয়া উভয় দেশের সহযোগিতায় দেশের নাগরিকদের ফিরিয়ে নেয়ার কার্যক্রম চলছে। উল্লেখ্য গত বুধবার মালয়েশিয়ার ১১১ জন নাগরিক এয়ার এশিয়ার বিশেষ ফ্লাইটে এবং আরও ২৭ জন মালয়েশিয়ান দিল্লির অন্য একটি বানিজ্যিক ফ্লাইটে মালয়েশিয়ায় ফিরে আসে। অন্যদিকে ৪০৫ জন ভারতীয় নাগরিক মালয়েশিয়া থেকে ভারতে ফিরে যেতে সক্ষম হয়েছে।

বিশ্বের প্রায় আক্রান্ত দেশগুলোর বেশিরভাগই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উঠা নামা স্থগিত করেছে। যার ফলে বেশ কয়েকটি দেশে আটকে থাকা মালয়েশিয়ানরা ফিরে আসতে পারছেনা। অন্যদিকে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বলা হয়েছিল ইতালি ও ইরানে জীবন ঝুঁকিতে থাকা মালয়েশিয়ানদেরকে ফিরিয়ে আনার বিষয়ে কাজ করছে সরকার। ইতালিতে ৩২৩ ও ইরানে থাকা ৪৬ জনকে বিশেষ মিশনের মাধ্যমে ফিরিয়ে আনার

উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু ইতালিতে করোনা অত্যন্ত মহামারী আকার ধারণ করায় তারা সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে। এশিয়ান কো-অপারেসন এর সাথে মালয়েশিয়ার ৪৬ জন, সিঙ্গাপুরের ৮জন ও ইন্দোনেশিয়ার একজনকে একই ফ্লাইটে ফিরিয়ে আনতে একমত হয়েছে যাদেরকে বহন করা এয়ার এশিয়ার একটি বিশেষ ফ্লাইট আজ  ২২ শে মার্চ রবিবার সকাল ৬.৩০ মিনিটে কুয়ালালামপুর এয়ারপোর্টে অবতরণ করেছে বলে নিশ্চিত করা হয়।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.